ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টান্সের অঙ্ক ও পদার্থবিদ্যার মডেল উত্তর পত্রে ভুল রয়েছে!

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টান্সের অঙ্ক ও পদার্থবিদ্যার মডেল উত্তর পত্রে ভুল রয়েছে। ভুলের অভিযোগে মামলা করেছে এক ছাত্র। যদিও বোর্ডের দাবি মডেল উত্তর পত্রে কোনও ভুল নেই। বিশেষজ্ঞ কমিটি উত্তরপত্র দেখেছে এবং তা ঠিক আছে বলেই জানিয়েছে। এরপরেই মামলাকারী ছাত্র চারটি ভিন্ন বই সামনে এনে দাবি করেন উত্তর পত্রের তিনটি প্রশ্নের ভুল উত্তর দেওয়া হয়েছে।

Updated By: Sep 5, 2016, 06:30 PM IST
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টান্সের অঙ্ক ও পদার্থবিদ্যার মডেল উত্তর পত্রে ভুল রয়েছে!

ওয়েব ডেস্ক: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টান্সের অঙ্ক ও পদার্থবিদ্যার মডেল উত্তর পত্রে ভুল রয়েছে। ভুলের অভিযোগে মামলা করেছে এক ছাত্র। যদিও বোর্ডের দাবি মডেল উত্তর পত্রে কোনও ভুল নেই। বিশেষজ্ঞ কমিটি উত্তরপত্র দেখেছে এবং তা ঠিক আছে বলেই জানিয়েছে। এরপরেই মামলাকারী ছাত্র চারটি ভিন্ন বই সামনে এনে দাবি করেন উত্তর পত্রের তিনটি প্রশ্নের ভুল উত্তর দেওয়া হয়েছে।

আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!

এই অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও খড়গপুর আইআইটির পদার্থবিদ্যা ও অঙ্কে বিভাগীয় প্রধানের কাছে মতামত চাওয়া হয়। আগামি ষোলই সেপ্টেম্বর মতামতা জানাবেন তাঁরা। দেখা যাক শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে আসে দুই পক্ষই।

আরও পড়ুন কূলের ভূষণ কতটা রাখছেন শ্রুতি!

.