এখনও কাটেনি বেতন জট

ধাপে ধাপে পরিবহণসংস্থাগুলিকে ভর্তুকি বন্ধ এবং কর্মী সংকোচনের পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। পরিবহণ সংস্থাগুলির কর্তাদের সঙ্গে বৈঠকে ফের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। বৃহস্পতিবার মহাকরণে সংস্থাগুলির চেয়ারম্যান এবং এমডিদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী সুব্রত বক্সি।

Updated By: Dec 1, 2011, 10:36 PM IST

ধাপে ধাপে পরিবহণসংস্থাগুলিকে ভর্তুকি বন্ধ এবং কর্মী সংকোচনের পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। পরিবহণ সংস্থাগুলির কর্তাদের সঙ্গে বৈঠকে ফের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। বৃহস্পতিবার মহাকরণে সংস্থাগুলির চেয়ারম্যান এবং এমডিদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী সুব্রত বক্সি। পরিবহণ সংস্থাগুলিতে ভর্তুকি বন্ধ করে দেওয়ার পক্ষে যে সরকার, ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই পরিবহণ সংস্থার কর্তাদের ডেকে জানিয়ে দেন পরিবহণমন্ত্রী সুব্রত বক্সি। সংস্থাগুলিতে ভুয়ো কর্মীদের চিহ্নিত করার লক্ষ্যে একটি তালিকাও তৈরি করতে বলা হয়। পরিবহণ সংস্থাগুলির তরফে সেই তালিকা তুলে দেওয়া হয় রাজ্য সরকারের হাতে। এরপর পরিবহণ সংস্থাগুলির কর্মীদের অক্টোবরের বেতন পেতে কালঘাম ছুটে যায়। দীর্ঘ টালবাহানার পর বেতন অবশ্য মিলতে শুরু করেছে। বৃহস্পতিবার ফের পরিবহণ সংস্থাগুলির কর্তাদের মহাকরণে ডেকে পাঠান সুব্রত বক্সি। পাঁচটি সংস্থাকে ফের জানিয়ে দেওয়া হয়, পরিবহণ সংস্থাগুলিকে লাভজনক হতে হবে। য়ে ছশো কোটি টাকা ভর্তুকি দেয় রাজ্য সরকার, তা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। লাভজনক এবং অলাভজনক রুটের তালিকা তৈরি করে তা রাজ্য সরকারকে জানাতে হবে। প্রত্যেক কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত তথ্য পরিবহণ দফতরকে দিতে হবে। পাশাপাশি, প্রত্যেকটি সংস্থাকেই স্বেচ্ছাবসরের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে।
 

.