সুদীপ্ত ও প্রভাবশালীদের মুখোমুখি বসিয়ে জেরার দাবি কুণালের

আবারও বিস্ফোরক কুণাল ঘোষ।  সারাদা কেলেঙ্কারিতে এবার আরও স্পষ্ট তৃণমূলের প্রভাবশালী নেতাদের যোগ। আদালত কাঠগড়ায় দাঁড়িয়ে সারদা-প্রভাবশালী নেতার যোগের কথা উল্লেখ করলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি আদালতকে জানান, ""যদি ষড়যন্ত্র খুঁজতে হয়, আমাকে-সুদীপ্ত সেন ও প্রভাবশালী নেতাদের একসঙ্গে বসিয়ে জেরা করা হোক।''

Updated By: Sep 6, 2014, 02:36 PM IST
সুদীপ্ত ও প্রভাবশালীদের মুখোমুখি বসিয়ে জেরার দাবি কুণালের

কলকাতা: আবারও বিস্ফোরক কুণাল ঘোষ।  সারাদা কেলেঙ্কারিতে এবার আরও স্পষ্ট তৃণমূলের প্রভাবশালী নেতাদের যোগ। আদালত কাঠগড়ায় দাঁড়িয়ে সারদা-প্রভাবশালী নেতার যোগের কথা উল্লেখ করলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি আদালতকে জানান, ""যদি ষড়যন্ত্র খুঁজতে হয়, আমাকে-সুদীপ্ত সেন ও প্রভাবশালী নেতাদের একসঙ্গে বসিয়ে জেরা করা হোক।''

সেই সঙ্গে তিনি নিজে কোনও ষড়যন্ত্র করেননি বলে দাবি করেন কুণাল ঘোষ। তিনি আরও বলেন, ""যাঁরা বাইরে আছে, তাঁদের ঘর গোছাতে দেবেন না।''

কুণালের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই হইচই পরে যায় রাজনৈতিক মহলে।  

কংগ্রেস নেতা আবদুল মান্নান: প্রভাবশালী নেতাদের  জেরা করলে সুদীপ্ত জট আরও পরিষ্কার হবে। প্রভাবশালী নেতাদের পরিবারের এত টাকা কী ভাবে এল তার তদন্ত হোক।

তথাগত রায়: কুণাল ঘোষকে সারদা কেন ১৬ লক্ষ টাকা মাইনে দিত? সেটা তৃণমূলের প্রভাবশালী নেতারা জানতেন। কুণাল ঘোষের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাপ কখনও চাপা থাকে না। এর আগে কুণাল ঘোষকে চেপে দেওয়া হচ্চিল।

মহম্মদ সেলিম: কুণাল ঠিক কথা বলেছেন। যারা পাপের টাকা ভাগ করেছেন, তাঁদের রেহাই নয়।

 

.