দিনেদুপুরে মানিকতলা থেকে স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ, অভিযোগ নিয়ে ধোঁয়াসা

দিনেদুপুরে মানিকতলায় এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ উঠল। কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য তাঁকে উদ্ধার করেছে পুলিস। গ্রেফতার হয়েছেন একজন। তবে ধৃতের দাবি, আদৌ এটি অপহরণের ঘটনাই নয়। উল্টোডাঙার যে বাড়ি থেকে শিক্ষিকা উদ্ধার হয়েছেন, সেখানে তিনি নিজেই এসেছিলেন। জেরায় তাঁর দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদ মেটাতে এসেছিলেন ওই শিক্ষিকা। মানিকতলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মান্নাকে দিনেদুপুরে অপহরণের অভিযোগ উঠল।

Updated By: Mar 20, 2014, 10:28 PM IST

দিনেদুপুরে মানিকতলায় এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ উঠল। কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য তাঁকে উদ্ধার করেছে পুলিস। গ্রেফতার হয়েছেন একজন। তবে ধৃতের দাবি, আদৌ এটি অপহরণের ঘটনাই নয়। উল্টোডাঙার যে বাড়ি থেকে শিক্ষিকা উদ্ধার হয়েছেন, সেখানে তিনি নিজেই এসেছিলেন। জেরায় তাঁর দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদ মেটাতে এসেছিলেন ওই শিক্ষিকা। মানিকতলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মান্নাকে দিনেদুপুরে অপহরণের অভিযোগ উঠল।

অভিযোগ বুধবার স্কুল শেষে বাড়ি ফেরার পথে দুই মহিলা জোর করে তাঁকে অটোতে তুলে নিয়ে যায়। এরপর উল্টোডাঙায় একটি বাড়িতে তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ ওই শিক্ষিকার । তাঁর দাবি, বাড়িতে তাঁকে দিয়েই ফোন করিয়ে মুক্তিপণও চাওয়া হয়।

ওই শিক্ষিকার পরিবার মানিকতলা থানায় বিষয়টি জানানোর পর গভীর রাতে উল্টোডাঙার একটি বাড়ি থেকে নীলাঞ্জনা মান্নাকে উদ্ধার করে পুলিস।

অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজু মুখার্জি নামে এক ব্যক্তিকে। কিন্তু এরপরই তৈরি হয়েছে নতুন ধন্ধ। জেরায় ধৃতের দাবি, ওই শিক্ষিকা নিজের ইচ্ছেয় এসেছিলেন কথা বলতে। তাঁকে জোর করে আনা হয়নি। বছর সাতেক আগে ওই শিক্ষিকার কাছ থেকে একটি জমি কিনেছিলেন তিনি, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বারবার টাকা চেয়েও পাচ্ছিলেন না তিনি। টাকাপয়সা নিয়ে কথা বলতেই নীলাঞ্জনা মান্না বুধবার নিজে এসেছিলেন বলে দাবি ধৃতের। অপহরণ ঘিরে উঠছে আরও বেশকিছু প্রশ্ন।

ব্যস্ত রাস্তায় অটোতে কীভাবে দুই মহিলা তুলে নিয়ে গেলেন ওই শিক্ষিকাকে?

জোরজবরদস্তি করা হলেও শিক্ষিকা চেঁচাননি কেন?

অপহরণ করা হলেও শিক্ষিকার চোখ-মুখ কিছুই বাঁধা হয়নি। নিজেই একথা জানিয়েছেন নীলাঞ্জনা মান্না। তাহলে তিনি সাহায্যের জন্য কাউকে ডাকলেন না কেন?

এই ঘটনায় ইতিমধ্যে অপহরণের মামলা রুজু হয়েছে। তবে দুপক্ষের বক্তব্যই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।

.