শিক্ষামন্ত্রীর আর্জিতে পুজোর আগেই খুলছে স্কটিশচার্চ কলেজ

শিক্ষামন্ত্রীর আর্জিতে পুজোর আগেই খুলছে স্কটিশচার্চ কলেজ। অচলাবস্থা কাটাতে আজ বৈঠকে বসে কলেজ পরিচালন সমিতি। ক্যাম্পাসে মাঝে মাঝেই ছাত্র বিক্ষোভের নিন্দা করে তারা। বৈঠকে পুজোর আগে কলেজ খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষকে ফোন করেন শিক্ষামন্ত্রী। বিশপ হাউসেও ফোন করেন তিনি। এতদিন কলেজ বন্ধ না রেখে যাতে দ্রুত কলেজ খোলা হয়, সেবিষয়ে আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়।

Updated By: Oct 1, 2016, 08:25 PM IST
শিক্ষামন্ত্রীর আর্জিতে পুজোর আগেই খুলছে স্কটিশচার্চ কলেজ

ওয়েব ডেস্ক: শিক্ষামন্ত্রীর আর্জিতে পুজোর আগেই খুলছে স্কটিশচার্চ কলেজ। অচলাবস্থা কাটাতে আজ বৈঠকে বসে কলেজ পরিচালন সমিতি। ক্যাম্পাসে মাঝে মাঝেই ছাত্র বিক্ষোভের নিন্দা করে তারা। বৈঠকে পুজোর আগে কলেজ খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষকে ফোন করেন শিক্ষামন্ত্রী। বিশপ হাউসেও ফোন করেন তিনি। এতদিন কলেজ বন্ধ না রেখে যাতে দ্রুত কলেজ খোলা হয়, সেবিষয়ে আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন ক্রিকেটারদের টেস্ট ম্যাচের পারিশ্রমিক বেড়ে গেল দ্বিগুনেরও বেশি!

শিক্ষামন্ত্রীর আর্জি মেনে সোমবার জরুরি বৈঠকে বসবে কর্তৃপক্ষ যাতে পুজোর আগে কলেজ খোলা যায়। গত বুধবার স্কটিশচার্চ কলেজে একটি মিটিং চলাকালীন গণ্ডগোল শুরু হয়। ওই মিটিংয়ে ইউনিয়নের বিক্ষোভের জেরে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন  রাহানের সঙ্গে ২-এর সম্পর্ক কিন্তু গভীর হচ্ছে!

.