নিরাপত্তা বড় বালাই, তাই হাওড়ার মন্দিরতলায় এইচআরবিসি ভবনের ১০০ মিটার এলাকায় জারি ১৪৪ ধারা

আজ থেকে হাওড়ার মন্দিরতলায় এইচআরবিসি ভবনের ১০০ মিটার এলাকায় জারি হল ১৪৪ ধারা। নতুন মহাকরণের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিস। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা।

Updated By: Oct 2, 2013, 09:32 AM IST

আজ থেকে হাওড়ার মন্দিরতলায় এইচআরবিসি ভবনের ১০০ মিটার এলাকায় জারি হল ১৪৪ ধারা। নতুন মহাকরণের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিস। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা।
পাঁচই অক্টোবর থেকে হাওড়ার মন্দিরতলায় এইচআরবিসি ভবনে স্থানান্তরিত হওয়ার কথা মহাকরণের।  এ১৪৪একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল। দোসরা অক্টোবর থেকে এই ধারা বলবত হচ্ছে বলে নির্দেশিকায় জানিয়েছে  হাওড়া সিটি পুলিস। ৫ জনের বেশি ব্যক্তি একসঙ্গে ওই এলাকা দিয়ে যাতায়াত করতে পারবেন না এই ধারা প্রয়োগের ফলে।
 
তবে আবাসিক এলাকা হওয়ায় নবান্নর ১০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
 
নবান্ন সংলগ্ন ১০০ মিটার এলাকা ছাড়াও  বাড়তি নজরদারি চলবে উত্তরে হরদেব ভট্টাচার্য রোড, ষষ্ঠীতলা বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা। পূর্বে ক্ষেত্র ব্যানার্জি রোড এবং হিরালাল ব্যানার্জি রোড। পশ্চিমে দ্বিতীয় সারকুলার বাই লেন এবং শরত চ্যাটার্জি রোড। এবং দক্ষিণে তারাপদ চ্যাটার্জি রোডে। হাওড়ার দিকে দ্বিতীয় হুগলি সেতুর সবকটি র‌্যাম্পেও থাকবে নজরদারি। এই এলাকাগুলিতে কোনও ঘটনা ঘটলে কেস নথিভুক্ত হবে শিবপুর থানায়।
  
যদিও হাওড়া সিটি পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে ১৪৪ ধারা জারি হওয়া নিয়ে যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় সেদিকে নজর রাখা হবে।
 

.