জেরার আগে নিজের বায়োডেটা ঢেলে সাজাচ্ছেন শঙ্কুস্যার

বায়োডাটা তৈরি করছেন শঙ্কুস্যার।  মানে শঙ্কুদেব পাণ্ডা। সোমবার সারদা তদন্তে ইডির দফতরে হাজিরা দেবেন তিনি। পড়তে হবে বাঘা বাঘা প্রশ্নের মুখে। সেই সূত্র ধরেই এখন নিজের বায়োডেটা ঢেলে সাজাচ্ছেন তৃণমূলের তরুণ নেতা।

Updated By: Dec 28, 2014, 07:55 PM IST
জেরার আগে নিজের বায়োডেটা ঢেলে সাজাচ্ছেন শঙ্কুস্যার
ছবি- ফেসবুক থেকে।

ওয়েব ডেস্ক: বায়োডাটা তৈরি করছেন শঙ্কুস্যার।  মানে শঙ্কুদেব পাণ্ডা। সোমবার সারদা তদন্তে ইডির দফতরে হাজিরা দেবেন তিনি। পড়তে হবে বাঘা বাঘা প্রশ্নের মুখে। সেই সূত্র ধরেই এখন নিজের বায়োডেটা ঢেলে সাজাচ্ছেন তৃণমূলের তরুণ নেতা।

একটা সময় ছিল যখন শঙ্কুস্যার মানেই দাপট। কিন্তু এখন অনেকটাই ধাক্কা খেয়েছে দাপুটে নেতার বিক্রম। খোয়াতে হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতির পদ। সারদা তদন্তে তৃণমূল ভবনে গিয়ে ইডির তলব অস্বস্তি আরও বাড়িয়েছে। যদিও পাশে আছেন দলনেত্রী। শঙ্কুদেবকে তলবের পরই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবু চিন্তা যাচ্ছে না।

প্রথম দিন সিবিআই অফিস গিয়েই গোয়েন্দাদের প্রশ্নজালে বোল্ড হয়ে গিয়েছেন তাঁর দলেরই দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী। শঙ্কুও বিলক্ষণ জানেন, একবার ইডির ঘরে ঢুকলে বাঘা বাঘা প্রশ্নের মুখে পড়তে হবে তাঁকেও। তাই প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না তিনি।

তৃণমূলের ছাত্রনেতা কীভাবে এখন সময় চ্যানেলের ইনপুট এডিটর হয়েছিলেন? সংবাদ প্রতিদিন এর কর্মী না হওয়া সত্ত্বেও কেন ওই সংস্থা থেকে বেতন পেতেন?

কেন ভাতা নিতেন সংবাদ প্রতিদিন টেলিভিশন প্রাইভেট লিমিটেড থেকে? এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। আর এই সব প্রশ্নের জুতসই উত্তর খুঁজছেন শঙ্কুদেব। তাই সোমবার হাজিরা দিতে যাওয়ার আগে বারবার আলোচনায় বসছেন তাঁর আইনজীবীদের সঙ্গে। কথা বলে ঠিক করে নিচ্ছেন তাঁর বায়োডেটা। প্রফেসরদের চমকে এক সময় যাঁর নাম হয়েছিল প্রফেসর শঙ্কু, ইডির দফতরে যাওয়ার আগে তিনিই এখন বদলে গিয়েছেন একনিষ্ঠ ছাত্রে। কারণ প্রশ্নের জাল বড়ই জটিল।

.