চলে গেলেন শানু লাহিড়ী

প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী শানু লাহিড়ী। আজ সকাল সাতটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজ কেওড়াতলা মহাশ্মশানে শানু লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।

Updated By: Feb 1, 2013, 10:57 AM IST

প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী শানু লাহিড়ী। আজ সকাল সাতটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজ কেওড়াতলা মহাশ্মশানে শানু লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।
শানু লাহিড়ীর ছবিতে বার বার করে ফিরে এসেছে লিঙ্গ বৈষম্য, সতীদাহ প্রথা, পণপ্রথার মত সামাজিক ইস্যুগুলি। এই বিশিষ্ট শিল্পী কলকাতা আর্ট কলেজের প্রথম ছাত্রী হিসাবে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণ পদক পান। পথ শিশুদের নিয়ে বহু কাজ করেছিলেন তিনি। ছবি আঁকার পাশাপাশি সমাজের জন্য নিরন্তর কাজ করে গেছেন। তাঁর আত্মজীবনী মূলক বইয়ের নাম `স্মৃতির কোলাজ`। তাঁর মৃত্যুতে কলকাতার শিল্প জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

.