মুকুল ঝরা ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য

সারদার তদন্তে CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামিকালই সুপ্রিম কোর্টে আবেদনের চেষ্টা করা হবে। না হলে সোমবার মামলা দায়ের করবে রাজ্য।  

Updated By: Jan 16, 2015, 09:09 PM IST
মুকুল ঝরা ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য

নয়া দিল্লি: সারদার তদন্তে CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামিকালই সুপ্রিম কোর্টে আবেদনের চেষ্টা করা হবে। না হলে সোমবার মামলা দায়ের করবে রাজ্য।  

২০১৪ সারদায় CBI তদন্তের নির্দেশ দেওয়ার সময়, প্রয়োজনে নজরদারির কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই দাবিকে সামনে রেখেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য।

নবান্ন সূত্রে খবর, শুক্রবারই দিল্লি পৌছে যান রাজ্য স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব নির্মাল্য ঘোষাল
দিল্লি যাওয়ার আগে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি।

আইনজীবী কবীর বসু রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে ঠিক হয়েছে।

রাজ্যের আবেদনে বলা হবে, CBI তদন্ত যাতে দ্রুত ও মসৃনভাবে হয়, তা নিশ্চিত করুক সুপ্রিম কোর্ট।

একাধিক উদাহরণ দিয়ে রাজ্যের আইনজীবী বোঝানোর চেষ্টা করবেন কীভাবে উদ্দেশ্য প্রণোদিতভাব তদন্তকে ভুলপথে চালনা করা হচ্ছে।

এর ফলে তদন্ত দীর্ঘায়িত হচ্ছে।

রাজ্যের অভিযোগ, প্রকৃত দোষীদের খুঁজে বের করার চেষ্টা না করে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদের দোষী প্রমাণ করার চেষ্টা চলছে।

রাজ্যের অভিযোগ, বিজেপি নেতারা যখন যাঁর নাম করছেন, হুববু সেই ক্রমান্বয়ে তৃণমূল নেতামন্ত্রীদের গ্রেফতার কিংবা সমন করছে CBI। সুপ্রিম কোর্টে এই তথ্যকেই যুক্তির আকারে পেশ করতে চলেছের রাজ্যের আইনজীবী।

 

.