বদলে যাচ্ছে নাম, পশ্চিমবঙ্গ এবার থেকে শুধুই বঙ্গ বা বাংলা!

বদলে যাচ্ছে রাজ্যের নাম। আর মাত্র কিছুর অপেক্ষা। পশ্চিমবঙ্গ এবার থেকে শুধুই বঙ্গ বা বাংলা। ইংরেজীতে বেঙ্গল (Bengal)। রাজ্যের নাম পরিবর্তনে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ বিধানসভায় নামবদল নিয়ে আলোচনা উঠলে সেই প্রস্তাব গৃহীত হয়।

Updated By: Aug 2, 2016, 03:48 PM IST
বদলে যাচ্ছে নাম, পশ্চিমবঙ্গ এবার থেকে শুধুই বঙ্গ বা বাংলা!

ওয়েব ডেস্ক : বদলে যাচ্ছে রাজ্যের নাম। আর মাত্র কিছুর অপেক্ষা। পশ্চিমবঙ্গ এবার থেকে শুধুই বঙ্গ বা বাংলা। ইংরেজীতে বেঙ্গল (Bengal)। রাজ্যের নাম পরিবর্তনে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ বিধানসভায় নামবদল নিয়ে আলোচনা উঠলে সেই প্রস্তাব গৃহীত হয়।

এবার রাজ্যের এই প্রস্তাব যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তারপর আগামী ২৬ অগাস্ট বিশেষ অধিবেশন বসছে রাজ্য মন্ত্রিসভার। সেখানেই পরিবর্তন করা হবে রাজ্যের নাম। এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ, ইংরেজীতে West Bengal। ইংরেজী বর্ণমালার একদম শেষদিকের লেটার হওয়ায় সংসদে পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলার সময় কম পাওয়া যেত। বেশকিছু দিন ধরেই এই অভিযোগে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু হয়। এখন নাম থেকে West কথাটি বাদ দিলে পড়ে থাকবে শুধুই Bengal। যা ইংরেজী বর্ণমালার দ্বিতীয় লেটার।

.