অশান্ত হাজরায় পুলিসের লাঠিচার্জ, বচসায় মদন

আজ রাসবিহারি মোড় থেকে ধর্মঘটীদের একটি মিছিল যাচ্ছিল ভবানীপুরে। মিছিল যখন হাজরা মোড়ে, সেসময় সেখান দিয়ে যাচ্ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি হাজরা মোড়ে উপস্থিত পুলিসকর্মীদের মিছিল সরিয়ে দিতে নির্দেশ দেন। ধর্মঘটীদের সঙ্গে তাঁর বচসাও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Updated By: Feb 20, 2013, 12:19 PM IST

ধর্মঘটের সমর্থনে মিছিলে লাঠি চালাল পুলিস। হাজরা মোড়ে এই ঘটনার জন্য সরাসরি পরিবহণমন্ত্রীকেই দায়ী করেছেন ধর্মঘটীরা।
দেখুন কীভাব বাধল বচসা, কী বললেন মদন মিত্র

আজ রাসবিহারি মোড় থেকে ধর্মঘটীদের একটি মিছিল যাচ্ছিল ভবানীপুরে। মিছিল যখন হাজরা মোড়ে, সেসময় সেখান দিয়ে যাচ্ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি হাজরা মোড়ে উপস্থিত পুলিসকর্মীদের মিছিল সরিয়ে দিতে নির্দেশ দেন। ধর্মঘটীদের সঙ্গে তাঁর বচসাও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এর পর পরিবহণমন্ত্রী গাড়ি নিয়ে হাজরা থেকে বেরিয়ে যান। এলাকায় উত্তেজনার মাঝেই মিছিল ফের রাসবিহারির দিকে সরতে থাকে। কিন্তু আচমকা বিক্ষোভকারীদের ওপর লাঠি চালায় পুলিস। পদস্থ পুলিসকর্তাদের উপস্থিতিতেই টানাহেঁচরা করা হয় মহিলা এবং বয়স্কদেরও।
মিছিলে অংশগ্রহণকারীদের অভিযোগ পরিবহণমন্ত্রীর উস্কানির ফলেই লাঠি চালিয়েছে পুলিস।

.