সঙ্কট না কাটলেও সুচিত্রা সেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল

সঙ্কট না কাটলেও, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, মহানায়িকার অস্থির হৃদস্পন্দন এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

Updated By: Dec 30, 2013, 10:24 PM IST

সঙ্কট না কাটলেও, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, মহানায়িকার অস্থির হৃদস্পন্দন এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

রবিবার সন্ধের পর হঠাতই সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়। স্পেশাল কেবিন থেকে আইটিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। হার্ট ও কিডনির অবস্থা ভাল না থাকায়, ডাক্তাররা তাঁকে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিতে পারছিলেন না। কিন্তু সোমবার সুচিত্রা সেনের শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে। সঙ্কট না কাটলেও, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, মহানায়িকার অস্থির হৃদস্পন্দন এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনা গেছে।

ব্লাড প্রেশার, পালস রেট, অক্সিজেন স্যাচুরেশনের মতো ভাইটাল প্যারামিটারগুলিও সন্তোষজনক। সোমবার সুচিত্রা সেনকে ব্রেকফাস্টে চা আর ছানা দেওয়া হয়। তিনি তা খেয়েওছেন। দুপুরে দেওয়া হয় চিকেন স্টু আর ভেজিটেবল স্যুপ। মহানায়িকাকে এখনও আইটিইউতেই রাখা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, পটাশিয়াম লেভেল কমে যাওয়াতেই তাঁর হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল।

সোমবার ভোরে সুচিত্রা সেনের ছানি অপারেশনের কথা ছিল। তা নিয়ে উত্কণ্ঠায় ছিলেন তিনি। উত্কণ্ঠা কাটাতে তাঁর কাউন্সেলিং করা হচ্ছে। শারীরিক অবস্থা ভাল থাকলে মঙ্গলবার তাঁকে বিশেষ কেবিনে স্থানান্তরিত করা হতে পারে। মা একটু সুস্থ হওয়ায় বাড়ি ফিরে গিয়েছেন মেয়ে মুনমুন সেন। টানা বাইশ ঘণ্টা নার্সিংহোমে ছিলেন তিনি।

.