জামিন পেল না সুদীপ্ত সেনের ছেলে

জামিন পেল না সারদাকর্তা সুদীপ্ত সেনের ছেলে শুভজিত সেন। আজ সকালে আদালতে তোলা হলে শুভজিতের জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। জেলে গিয়ে শুভজিতকে জেরার প্রয়োজন হতে পারে এই মর্মে শুভজিতের জামিনের বিরোধিতা করে ইডি।

Updated By: May 29, 2014, 02:32 PM IST

জামিন পেল না সারদাকর্তা সুদীপ্ত সেনের ছেলে শুভজিত সেন। আজ সকালে আদালতে তোলা হলে শুভজিতের জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। জেলে গিয়ে শুভজিতকে জেরার প্রয়োজন হতে পারে এই মর্মে শুভজিতের জামিনের বিরোধিতা করে ইডি।

এরপরই শুভজিতের জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত। ১২ই জুন পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠানো হয়েছে শুভজিতকে। ওই দিন আদালতে হাজিরা দিতে হবে সুদীপ্ত সেনের দ্বিতীয় স্ত্রী পিয়ালি সেনকেও।

সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত চলার মধ্যেই ফের চেক বিলির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রায় দু লক্ষেরও বেশি আমানতকারীকে চেক দেওয়া শুরু হবে জুন মাস থেকে। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন আমানতকারীদের অর্থ ফেরানোর দায়িত্ব নিতে হবে সিবিআইকে।

শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসল রাজ্য সরকার। এর আগেও প্রায় চার লক্ষ আমানতকারীকে চেক বিলি করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছিল এদের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত আর টাকা পাননি। তাই এবারও চেক বিলির সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত কতজন টাকা পাবেন তা নিয়ে রীতিমত চিন্তিত আমানতকারীরা।

এদিকে, সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত চলার মধ্যেই ফের চেক বিলির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রায় দু লক্ষেরও বেশি আমানতকারীকে চেক দেওয়া শুরু হবে জুন মাস থেকে। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন আমানতকারীদের অর্থ ফেরানোর দায়িত্ব নিতে হবে সিবিআইকে।

শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসল রাজ্য সরকার। এর আগেও প্রায় চার লক্ষ আমানতকারীকে চেক বিলি করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছিল এদের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত আর টাকা পাননি। তাই এবারও চেক বিলির সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত কতজন টাকা পাবেন তা নিয়ে রীতিমত চিন্তিত আমানতকারীরা।

.