নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সুলতান আহমেদ, দাবি সিবিআইয়ের গোয়েন্দাদের

নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সুলতান আহমেদ । এমনই দাবি করলেন সিবিআইয়ের গোয়েন্দারা। নির্বাচনী ফান্ডের জন্য তিনি টাকা নেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ । সুলতান আহমেদের কাছে সেই সংক্রান্ত নথি চেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহে সেই নথি জমা দেবেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন সুলতান আহমেদ । গতকালই দ্বিতীয়বার নোটিস পেয়ে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূল সাংসদ ।

Updated By: Jul 4, 2017, 11:46 AM IST
নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সুলতান আহমেদ, দাবি সিবিআইয়ের গোয়েন্দাদের

ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সুলতান আহমেদ । এমনই দাবি করলেন সিবিআইয়ের গোয়েন্দারা। নির্বাচনী ফান্ডের জন্য তিনি টাকা নেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ । সুলতান আহমেদের কাছে সেই সংক্রান্ত নথি চেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহে সেই নথি জমা দেবেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন সুলতান আহমেদ । গতকালই দ্বিতীয়বার নোটিস পেয়ে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূল সাংসদ ।

অন্যদিকে, নন্দীগ্রাম কাণ্ডে তিন পুলিস আধিকারিক সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হলদিয়া মহকুমা আদালত।  দুহাজার সাতের চোদ্দই মার্চের গুলি চালানোর ঘটনায় বারো জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট , গত শুক্রবার হলদিয়া আদালতে জমা করেছিল সিবিআই । সেই চার্জশিটের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হল। তত্‍কালীন পুলিস আধিকারিক সত্যজিত বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বড়াল ও স্থানীয় ও সি শেখর রায়কে গ্রেফতারের নির্দেশে দেওয়া হয়েছে।

.