রাজ্যে ফের বিনিয়োগের কথা ভাবছে টাটা, নবান্নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

Updated By: Oct 27, 2014, 11:36 PM IST
রাজ্যে ফের বিনিয়োগের কথা ভাবছে টাটা, নবান্নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

সিঙ্গুরের জমি নিয়ে আইন আদালত চলছে। এরই মধ্যে ভাল খবর, এ রাজ্যে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে টাটা গোষ্ঠী। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টাটা গোষ্ঠীর ছটি সংস্থার কর্ণধাররা।   

বৈঠকের পর  শিল্প নিয়ে সরকারের ভূমিকার প্রশংসাও শোনা গেল টাটা কর্তাদের গলায়। ন্যানো প্রকল্প  বাস্তবায়িত হয়নি। সিঙ্গুরের জমি নিয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্যের তিক্ততা শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে ।একাধিক বার রাজ্য সরকারের সমালোচনা শোনা গিয়েছে রতন টাটার গলাতেও। সোমবার নবান্নে সেই টাটা গোষ্ঠীর কর্তাদের গলাতে শোনা গেল ভিন্ন সুর।

সোমবার নবান্নে টাটাগোষ্ঠীর ছটি সংস্থার কর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। শিল্পে রাজ্য সরকারের ভূমিকায় রীতিমতো অভিভূত টাটা কর্তারা। সোমবারের বৈঠকে ছিলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। তাঁর দাবি টাটাদের উদ্যোগে রাজ্যে কর্মসংস্থান বাড়বে। টাটার শুধু এই ছটি সংস্থাই নয়।  টিসিএ-ও রাজ্যে তাদের কাজের পরিধি বাড়াবে। সে জন্য বরাদ্দ হয়েছে জমি।

 

.