পঞ্চায়েত, ধনেখালি, কলকাতা পুরসভা: হাইকোর্টে `ত্রিশূল বিদ্ধ` রাজ্য

আদালতে আজ তিন তিনটে ধাক্কা খেল রাজ্য সরকার। তিনটে ভিন্ন বিষয়ে আদালত যা রায় দিল তাতে সরকার কোণঠাসা হয়ে পড়ল। প্রতি ক্ষেত্রেই আদালত যা রায় দিল তাতে রাজ্যের হার হল। অনেকেই বলছেন, আজ আদালতে ত্রিশূল বিদ্ধ হল রাজ্য সরকার।

Updated By: May 13, 2013, 06:48 PM IST

আদালতে আজ তিন তিনটে ধাক্কা খেল রাজ্য সরকার। তিনটে ভিন্ন বিষয়ে আদালত যা রায় দিল তাতে সরকার কোণঠাসা হয়ে পড়ল। প্রতি ক্ষেত্রেই আদালত যা রায় দিল তাতে রাজ্যের হার হল। অনেকেই বলছেন, আজ আদালতে ত্রিশূল বিদ্ধ হল রাজ্য সরকার।
এক নজরে দেখে নেব আজ আদালতের সেই তিনটে ভিন্ন মামলার রায়--
 ১) পঞ্চায়েত ভোট ইস্যুতে ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ পেল না রাজ্য-- (এখানে ক্লিক করে পড়ুন বিস্তারিত)
নির্দিষ্ট সময়ের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। প্রধান বিচারপতি মন্তব্য করেন, "এটা সাংবিধানিক ভাবে জটিল মামলা। ঠিক সময়ে নর্বাচন করতে হবে।" আজকের মতো শুনানি শেষ। আগামিকাল ১০.৩০টায় পরবর্তি শুনানির দিন ধার্য করেছে আদালত।

২) ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ-- (এখানে ক্লিক করে পড়ুন বিস্তারিত)
ধনেখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধনেখালির পুলিস লকআপে তৃণমূল কর্মীর কাজি নাসিরুদ্দিনের অস্বাভাবিক ঘটনার সিবিআই তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে আদালত।

৩) কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডে নির্বাচন বিষয়ে ভর্ত্‍‌সনা-- (এখানে ক্লিক করে পড়ুন বিস্তারিত)
আজ হাইকোর্ট রাজ্যকে ভর্ত্‍‌সনা করে বলে নির্বাচন করানোর ইচ্ছাই নেই সরকারের। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এক নম্বর ওয়ার্ডে উপনির্বাচন করে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

.