ছিল শিলিগুড়ি, হল 'তিস্তা', বোলপুর বদলে 'গীতবিতান'

এ খানিকটা বেড়ালের রুমাল হয়ে যাওয়ার মত। যাকে বলে 'পরিবর্তন'। আরও একবার পশ্চিমবঙ্গে নাম বদলের পালা। সারা রাজ্যে ছটি শহরাঞ্চলের নামান্তরের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Apr 25, 2015, 08:56 PM IST
 ছিল শিলিগুড়ি, হল 'তিস্তা', বোলপুর বদলে 'গীতবিতান'

ওয়েব ডেস্ক: এ খানিকটা বেড়ালের রুমাল হয়ে যাওয়ার মত। যাকে বলে 'পরিবর্তন'। আরও একবার পশ্চিমবঙ্গে নাম বদলের পালা। সারা রাজ্যে ছটি শহরাঞ্চলের নামান্তরের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার থেকে শিলিগুড়ির নাম হবে তিস্তা, আর বোলপুর বদলে যাবে 'গীতবিতান'-এ।

সরকারি সূত্রে খবর, জোড়া শিল্পাঞ্চল দূর্গাপুর-আসানসোন-শিল্পাঞ্চলের নাম বদলে হতে চলেছে 'অগ্নিবীণা'। মালদার গাজলডোবা হবে 'মুক্ত তীর্থ'। গড়িয়া পরিচিতি এবার থেকে মহানায়ক উত্তম কুমারের নামে। 'উত্তম নগর।'

নাম বদলাচ্ছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের স্বপ্নের কল্যাণীরও। নদিয়ার এই শহরের নাম বদলিয়ে হচ্ছে 'সমৃদ্ধি'।

ইস্টার্ন মেট্রোপলিটন বাই পাসে স্যাটেলাইট টাউনশিপের নাম আর কিছুদিন পর থেকে হতে চলেছে 'বিশ্ব-বাংলা'। নাম বদলের অপেক্ষা আর কিছু দিনের।  

এর আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন কলকাতার কয়েকটি মেট্রো স্টেশনের নয়া নামকরণ করে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

.