অটো দৌরাত্ম্যে গাঙ্গুলিবাগানে প্রাণ গেল বৃদ্ধের, গড়িয়াহাট-গোলপার্ক রুটের অটো চলাচল বন্ধ করল বাসিন্দারা

অটোচালকদের দৌরাত্ম্য রুখতে এবার পথে নামলেন সাধারণ মানুষ। গাঙ্গুলিবাগানে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর জেরে বুধবার প্রায় আড়াই ঘণ্টা গড়িয়াহাট-গোলপার্ক রুটের অটো চলাচল বন্ধ করে দেন বাসিন্দারা। অটো ইউনিয়নগুলি উপযুক্ত ব্যবস্থা না নিলে ওই রুটে অটো চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

Updated By: Jan 22, 2014, 03:30 PM IST

অটোচালকদের দৌরাত্ম্য রুখতে এবার পথে নামলেন সাধারণ মানুষ। গাঙ্গুলিবাগানে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর জেরে বুধবার প্রায় আড়াই ঘণ্টা গড়িয়াহাট-গোলপার্ক রুটের অটো চলাচল বন্ধ করে দেন বাসিন্দারা। অটো ইউনিয়নগুলি উপযুক্ত ব্যবস্থা না নিলে ওই রুটে অটো চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

অটোচালকদের দৌরাত্ম্য নিয়ে গোলপার্ক-গড়িয়াহাট রুটের যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সেই ক্ষোভের আঁচে ঘৃতাহুতি গাঙ্গুলিবাগানে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।বুধবার সকাল থেকেই অটোচালকদের দৌরাত্ম্যের বিরুদ্ধে পথে নামেন বাসিন্দারা। রামগড় মোড়ে একের পর এক অটো আটকে দেন তাঁরা।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অটোচালক সংগঠনের নেতারা। স্থানীয় বাসিন্দারা জানিয়ে দিয়েছেন, দোসরা ফেব্রুয়ারি অটোচালক সংগঠনের সঙ্গে বৈঠকের পর সমস্যা না মিটলে গড়িয়াহাট-গোলপার্ক রুটে অটো চলাচলই বন্ধ করে দেবেন তাঁরা।

গত কয়েকদিন ধরে অটোচালকদের দৌরাত্ম্যের একের পর এক ঘটনা সামনে এসেছে। তারাতলায় মহিলা যাত্রীর নাকে ঘুঁসি বা বেকবাগানে যাত্রীর মাথায় রড মারার ঘটনার পর মঙ্গলবার গাঙ্গুলিবাগানে রেষারেষি করতে গিয়ে বৃদ্ধকে অটোর ধাক্কা। এরপরেও প্রশাসন কেন নীরব, তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।

.