সরকারী কর্মচারীদের ধর্মঘটে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মী ইউনিয়নের বিরুদ্ধে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ধর্মঘটের প্রথম দিনেই অশান্তির ছায়া। পার্ক স্ট্রিটে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং ধর্মতলায় আয়কর ভবনের সামনে বচসায় জড়িয়ে পড়েন বামপন্থী ও তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্যরা। অভিযোগ, বেতন বৃদ্ধিসহ একাধিক ইস্যুতে বামেদের অবস্থান বিক্ষোভ চলাকালীন বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়। অভিযোগের তির তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্যদের দিকে। তৃণমূলের পাল্টা দাবি, কাজে যোগ দিতে গেলে বাধা দেয় বামেরা।

Updated By: Feb 12, 2014, 06:26 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ধর্মঘটের প্রথম দিনেই অশান্তির ছায়া। পার্ক স্ট্রিটে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং ধর্মতলায় আয়কর ভবনের সামনে বচসায় জড়িয়ে পড়েন বামপন্থী ও তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্যরা। অভিযোগ, বেতন বৃদ্ধিসহ একাধিক ইস্যুতে বামেদের অবস্থান বিক্ষোভ চলাকালীন বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়। অভিযোগের তির তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্যদের দিকে। তৃণমূলের পাল্টা দাবি, কাজে যোগ দিতে গেলে বাধা দেয় বামেরা।

বেতনবৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, শূণ্যপদপূরণ -সহ একগুচ্ছ দাবিতে দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। দুদিনের ডাকা ধর্মঘটের প্রথম দিনেই অশান্তি। বুধবার পার্ক স্ট্রিটে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন বামপন্থী কর্মী ইউনিয়নের সদস্যরা। অভিযোগ, হঠাতই বহিরাগতদের নিয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্যরা।

হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্যরা। তাদের পাল্টা দাবি, দফতরে ঢুকতে গেলে বাধা দেয় বিক্ষোভকারীরাই। একই ঘটনা ঘটে ধর্মতলায় আয়কর ভবনের সামনেও। গেট আটকে মিটিং করার সময় তৃণমূল কর্মী ইউনিয়নের সদস্যদের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন বামকর্মী ইউনিয়নের সদস্যরা। দুটি ক্ষেত্রেই পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

.