হুমকির জেরে ক্লাস করা দায়, বয়কট রাজাবাজার সায়েন্স কলেজে

তৃণমূল ছাত্র পরিষদের হুমকির জেরে আতঙ্কে ক্লাস বয়কট করলেন রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রছাত্রীরা। ফিজিওলজি বিভাগের পড়ুয়াদের অভিযোগ, শাসকদলের ছাত্র সংগঠন ক্যাম্পাসের ভিতর যেভাবে শাসাচ্ছে, তাতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় উপাচার্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজাবাজার সায়েন্স কলেজে গণ্ডগোল চলছে কয়েকদিন ধরেই।

Updated By: Jul 9, 2014, 11:27 PM IST

তৃণমূল ছাত্র পরিষদের হুমকির জেরে আতঙ্কে ক্লাস বয়কট করলেন রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রছাত্রীরা। ফিজিওলজি বিভাগের পড়ুয়াদের অভিযোগ, শাসকদলের ছাত্র সংগঠন ক্যাম্পাসের ভিতর যেভাবে শাসাচ্ছে, তাতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় উপাচার্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজাবাজার সায়েন্স কলেজে গণ্ডগোল চলছে কয়েকদিন ধরেই।

এই শিক্ষাপ্রতিষ্ঠানের ফিজিওলজি বিভাগে অধ্যাপনা করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারা মিশ্র। গত সোমবার ফিজিওলজির কয়েকজন ছাত্র ও স্কলার তাঁর ঘরে উপস্থিত ছিলেন। সেই সময় কয়েকজন বহিরাগত যুবক রোশনারাক ঘেরাও করেন। আটকে পড়েন ছাত্রছাত্রীরাও। টিএমসিপির মদতেই ঘেরাও করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন রোশনারা।

সোমবারের পর বুধবার। সেই ফিজিওলজি বিভাগ। এবার ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ফিজিওলজির ছাত্রছাত্রীরা কলেজের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কট করেছেন তাঁরা। বিষয়টি জানতে পেরে উপাচার্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সমস্ত ছাত্র সংগঠনকে ঘেরাও থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

.