গ্রেফতার সারদাকর্তার স্ত্রী-পূত্র, ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ

সারদাকর্তা সুদীপ্ত সেনের স্ত্রী ও ছেলেকে ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আজ তাঁদের পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে। গতকাল রাতে তাদের দুজনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক অফিসে রাতভর তাঁদের জেরা করেন ইডি কর্তারা।

Updated By: Apr 17, 2014, 05:40 PM IST

সারদাকর্তা সুদীপ্ত সেনের স্ত্রী ও ছেলেকে ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আজ তাঁদের পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে। গতকাল রাতে তাদের দুজনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক অফিসে রাতভর তাঁদের জেরা করেন ইডি কর্তারা।

সরকারিভাবে এতদিন নিখোঁজ ছিলেন সারদাকর্তার স্ত্রী ও ছেলে। সূত্রের খবর, তদন্তে নেমে সারদা গোষ্ঠীর লগ্নি এবং সুদীপ্ত সেনের সম্পত্তির হিসেবে বড়সড় ফারাক নজরে আসে গোয়েন্দাদের। বিভিন্ন নথিপত্র থেকে যে তথ্য উঠে আসছিল তাতে একটা বিশাল অঙ্কের টাকার হিসেব মিলছিল না। এই গরমিলের জট খুলতে সুদীপ্ত সেনের স্ত্রী-ছেলেকে ইডি নিজেদের হেফাজতে নিয়েছে, এমনই মত একটি মহলের। এরা দুজনই সারদা গোষ্ঠীর দুটি সংস্থার ডিরেক্টর।

অনুমান করা হচ্ছে, সারদায় আমানতকারীদের টাকার একটা বড় অংশ সম্ভবত বিদেশে লগ্নি করে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। দেশেও বেনামে ওই টাকার ব্যবহার হয়ে থাকতে পারে। ওই টাকা ঠিক কোথায় গেল, খোঁজ চলছে এখনও। তার সূত্র ধরেই বুধবার বিকেল থেকে বাগুইআটিতে সুদীপ্ত সেনের দ্বিতীয় স্ত্রী পিয়ালী সেনকে জেরা শুরু করেন ইডির গোয়েন্দারা।

.