আকাশে এখন সুতোর খেলায় মেতেছেন ওবামা থেকে মোদী

আকাশে কখনও উড়ছে কার্টুন চরিত্ররা, কখনও রাজনীতিকরা, কখনও বলিউড, হলিউড তারকারা। বিভিন্ন রঙ, আকার, আকৃতির ঘুড়ি নিয়ে শুরু হয়ে গেল ২৬তম আন্তর্জাতিক ঘুড়ি উত্সব।

Updated By: Jan 9, 2014, 11:42 PM IST

আকাশে কখনও উড়ছে কার্টুন চরিত্ররা, কখনও রাজনীতিকরা, কখনও বলিউড, হলিউড তারকারা। বিভিন্ন রঙ, আকার, আকৃতির ঘুড়ি নিয়ে শুরু হয়ে গেল ২৬তম আন্তর্জাতিক ঘুড়ি উত্সব।

গত ৭ জানুয়ারি দিল্লিতে শুরু হওয়ার পর এবার ঘুড়ি উত্সব হবে মুম্বইতে। এরপর গুজরাতের চারটি জায়গা ঘুরে ১৪ জানুয়ারি আমেদাবাদে শেষ হবে ইন্টার ন্যাশানাল কাইট ফেস্টিভ্যাল। রাশিয়া, ইউক্রেন, মালয়শিয়া, ভিয়েতনাম, ফ্রান্স ও ইস্টোনিয়া থেকে বহু অংশগ্রহণকারী অংশ নিয়েছেন ঘুড়ি উত্সবে। বহুল প্রচলিত মাঝার বদলে নাইলনের সুতো ব্যবহার করতে বলা হয়েছে অংশগ্রহণকারীদের। কারণ এই সুতোয় আঘাত পায় না আকাশের পাখিরা।

.