দেওয়ালেরও পিঠ ঠেকে গেছে, আর প্রসাব করবেন না

দেওয়ালে প্রসাব করলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সেই ব্যক্তির দিকে সমান গতিতে ফিরে আসবে। তারপর বুঝতেই পারছেন কী হবে পরিস্থিতিটা।

Updated By: Mar 9, 2015, 05:53 PM IST
দেওয়ালেরও পিঠ ঠেকে গেছে, আর প্রসাব করবেন না

ওয়েব ডেস্ক: দেওয়ালে প্রসাব করলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সেই ব্যক্তির দিকে সমান গতিতে ফিরে আসবে। তারপর বুঝতেই পারছেন কী হবে পরিস্থিতিটা।

"দেওয়ালে প্রসাব করিবেন না" লেখা থাকলে দেখা যায় সেই দেওয়ালই সবথেকে বেশি সিক্ত। সবথেকে বেশি দুর্গন্ধ। আর আমাদের দেশে দেওয়ালে প্রসাব করার কথা বললে, তামাশা করেই বলতে হয় "ওটা তো গণতান্ত্রিক অধিকার"। কিন্তু জার্মানির হামবার্গের অধিবাসীরা এই সমস্যা রুখতে নতুন কৌশল এনেছেন।  তাঁরা দেওয়ালে স্প্রে করছেন আলট্রা ইভার ড্রাই লিকিউড। এটি একটি হাইড্রোফোবিক কোটিং। জল এর ওপর ধরে না। দেওয়ালে যে গতিতে জল পড়বে ততোধিক গতিতে ছিটকে পড়বে চারদিকে। এরফলে প্রসাব করলে জামা কাপড় নষ্ট হতে পারে।

এতে হামবার্গের অধিবাসীরা দারুণ ফল পেয়েছেন। "যে ব্যক্তি দেওয়ালে একবার প্রসাব করেছে, দ্বিতীয়বার সেই দেওয়ালের দিকে তাকায়নি" জানান জুলিয়া স্টেরন।  

.