ইমুজিতে কন্ডোম

না নিছক মজা নয়। AIDS সচেতনতা বাড়াতেই এবার কন্ডোম Emoji।

Updated By: Jan 24, 2016, 05:42 PM IST
ইমুজিতে কন্ডোম

ওয়েব ডেস্ক: না নিছক মজা নয়। AIDS সচেতনতা বাড়াতেই এবার কন্ডোম Emoji।

২০১০ সাল থেকেই টেক্সট ফরম্যাট গুলোতে ইমুজির ব্যবহার শুরু। এরপর যত দিন এগিয়েছে কান্না, হাসি, রাগের সঙ্গেই ইমুজিতে যুক্ত হয়েছে মানুষের নানান ধরনের ভঙ্গি। কখনও চোখ বড়, কখনও জিভ বার করা ইমুজি, নানান বিষয়ে টেক্সট টাইপ করার থেকে এমন ইমুজি ফরওয়ার্ডেই মানুষ বেশি স্বাচ্ছন্দবোধ করে। মানুষের এই স্বভাবজাত পক্রিয়াকে কাজে লাগিয়ে AIDS সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এসছে ডিউরেক্স। এটি একটি কন্ডোম প্রস্তুতকারক সংস্থা। বিশ্বের সমস্ত মানুষের কাছে AIDS সচেতনতার তথ্য পৌঁছে দিতেই তাঁদের এই অভিনব উদ্যোগ। ১লা ডিসেম্বর বিশ্ব AIDS দিবসেই এই সিদ্ধান্ত নেয় ডিউরেক্স। পরবর্তী ক্ষেত্রে সমস্ত ফোন প্রস্তুতকারক সংস্থা গুলির কাছে তাঁরা আবেদনও জানায়। ফোনের ভার্সন আপডেট হওয়ার পর থেকেই সমস্ত স্মার্ট ফোন ব্যবহারকারীরা কন্ডোম ইমুজি ব্যবহার করতে পারবেন।  

.