ইকো পার্কে হাউজবোটে বসেই উপভোগ করুন কাশ্মীর

Updated By: Aug 11, 2015, 06:05 PM IST
ইকো পার্কে হাউজবোটে বসেই উপভোগ করুন কাশ্মীর

হাউসবোটে সময় কাটানোর  সুযোগ এখন হাতের মুঠোয়। কলকাতার কাছেই  ইকো পার্কে। কাশ্মীরের মতো প্রাকৃতিক শোভা না হোক। ইকো পার্কের হাউসবোটে বসেও চোখ জুড়িয়ে যাবে আপনার। কাশ্মীর বেড়ানোর চেয়ে অনেক কম খরচেই।কলকাতার উপকণ্ঠ রাজারহাটে ইকোপার্ক।

ইট-কাঠ-কংক্রিটের জঙ্গল থেকে একটু অন্যভাবে সময় কাটানোর নতুন ঠিকানা। কাশ্মীরের ডাল লেকের ধাঁচে শিকারা তো এতদিন ছিলই। এবার আসছে হাউসবোট। কাশ্মীরের ডাল লেক আর কেরালার ব্যাক ওয়াটারে যে বোটগুলি আছে তার মেলবন্ধনে তৈরি হবে ইকোপার্কের হাউসবোট। দৈর্ঘ্যে আশি ফুট। প্রস্থে কুড়ি ফুট।

ক্যাফেটেরিয়া হিসেবেই গড়ে তোলা হবে ইকো পার্কের হাউসবোট। পার্কের জলাশয়ের ঠিক মাঝখানে দীপে ক্যাফেটেরিয়ার ভিড় কমাতেই এই ভবনা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কাঁচের দেওয়ালের হাউসবোটে  কফির কাপে চুমুক।  ইকো পার্কের শোভাই বা তখন কাশ্মীরের চেয়ে কম কি?   শীতের মরসুমের আগেই হাউসবোটে ক্যাফেটেরিয়া শুরুর পরিকল্পনা রয়েছে হিডকো কর্তৃপক্ষের।

.