হোয়াটসঅ্যাপে এবার কি বিনামূল্যে কন্ঠ বিনিময়?

হোয়াটসঅ্যাপ-এর বৃহস্পতি এখন তুঙ্গে। সারা পৃথিবীতে প্রতি মাসে এই ম্যাসেজিং অ্যাপের অ্যাকটিভ ইউসারের সংখ্যা ৬কোটি। ফেসবুকের দখলে যাওয়ার পর হোয়াটসঅ্যাপের অ্যাকটিভ ইউসারের সংখ্যা ১৫% বেড়েছে। নিজেদের সাফল্যকে আরও বাড়িয়ে নিয়ে যেতে এই সংস্থা তাদের অ্যাপে বিনামূল্যে ভয়েস কলিং সিস্টেম নিয়ে আসতে মোটামুটি তৈরি। অন্তত সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর যদি সত্যি হয় তাহলে হোয়াটসঅ্যাপে শুধু মাত্র বার্তা বিনিময়ের সঙ্গে  কণ্ঠ বিনিময়ও শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Updated By: Sep 1, 2014, 01:28 PM IST
হোয়াটসঅ্যাপে এবার কি বিনামূল্যে কন্ঠ বিনিময়?

ওয়েব ডেস্ক: হোয়াটসঅ্যাপ-এর বৃহস্পতি এখন তুঙ্গে। সারা পৃথিবীতে প্রতি মাসে এই ম্যাসেজিং অ্যাপের অ্যাকটিভ ইউসারের সংখ্যা ৬কোটি। ফেসবুকের দখলে যাওয়ার পর হোয়াটসঅ্যাপের অ্যাকটিভ ইউসারের সংখ্যা ১৫% বেড়েছে। নিজেদের সাফল্যকে আরও বাড়িয়ে নিয়ে যেতে এই সংস্থা তাদের অ্যাপে বিনামূল্যে ভয়েস কলিং সিস্টেম নিয়ে আসতে মোটামুটি তৈরি। অন্তত সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর যদি সত্যি হয় তাহলে হোয়াটসঅ্যাপে শুধু মাত্র বার্তা বিনিময়ের সঙ্গে  কণ্ঠ বিনিময়ও শুধুমাত্র সময়ের অপেক্ষা।

এই অ্যাপের ইন্টারফেসে সাম্প্রতিক পরিবর্তন ভয়েস কলিং-এর অন্তর্ভুক্তি হওয়ার জল্পনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

হোয়াটসঅ্যাপের নয়া সংস্করণে অনুবাদ বৈশিষ্ট্য মোটামুটি পরিষ্কার করে দিয়েছে ভয়েস কলিং প্লাগ ইন লাইনেই আছে।

 

.