ভারতের স্মার্ট ফোনের বাজার মাতাতে আসছে গুগল নেক্সাস সিক্স

অপেক্ষা আর মাত্র কয়েক দিন। ফ্লিপকার্টের হাত ধরে ভারতে চলে আসছে গুগল নেক্সাস সিক্স। অন  লাইন কমার্স পোর্টাল ফ্লিপকার্ট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে এই কথা। যদিও নির্দিষ্টভাবে এখনও এর মূল্য কত তা জানানো হয়নি, তবে  এর মূল্য যে ৩০,০০০টকার কম হবে না তা এক প্রকার নিশ্চিত।

Updated By: Nov 3, 2014, 05:16 PM IST
ভারতের স্মার্ট ফোনের বাজার মাতাতে আসছে গুগল নেক্সাস সিক্স

ওয়েব ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক দিন। ফ্লিপকার্টের হাত ধরে ভারতে চলে আসছে গুগল নেক্সাস সিক্স। অন  লাইন কমার্স পোর্টাল ফ্লিপকার্ট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে এই কথা। যদিও নির্দিষ্টভাবে এখনও এর মূল্য কত তা জানানো হয়নি, তবে  এর মূল্য যে ৩০,০০০টকার কম হবে না তা এক প্রকার নিশ্চিত।

গুগল নেক্সাস সিক্স-এ থাকছে

2.7 GHz Qualcomm Snapdragon 805 Quad Core processor

3GB RAM

32 GB internal storage

এর সঙ্গেই এই স্মার্ট ফোনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। যদিও সেলফি ফ্যানরা কিঞ্চিৎ দুঃখিত হবেন। কারণ এর ফ্রন্ট ক্যামেরাটি মাত্র ২ মেগাপিক্সেলের।

তবে এই ফোনে আছে অ্যানড্রয়েডের নবতম সংস্করণ 5.0 Lollipop OS।

 

 

 

.