হ্যাপি বার্থডে OK

ইংরেজি ভাষায় সবথেকে প্রচলিত শব্দ কী? ভাবতে হচ্ছে? ok...ভাবতে থাকুন, আপনারা সময় শুরু হচ্ছে এখন থেকে। বুঝে ফেলেছেন? ঠিকই ধরেছেন শব্দটি হল ওকে(ok)! আজ তার জন্মদিন। ১৭৫ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য বস্টন মর্নিং পোস্টের দ্বিতীয় পৃষ্ঠায় প্রথমবারের জন্য ব্যবহৃত হয়েছিল ok।

Updated By: Mar 25, 2014, 07:41 PM IST

ইংরেজি ভাষায় সবথেকে প্রচলিত শব্দ কী? ভাবতে হচ্ছে? ok...ভাবতে থাকুন, আপনারা সময় শুরু হচ্ছে এখন থেকে। বুঝে ফেলেছেন? ঠিকই ধরেছেন শব্দটি হল ওকে(ok)! আজ তার জন্মদিন। ১৭৫ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য বস্টন মর্নিং পোস্টের দ্বিতীয় পৃষ্ঠায় প্রথমবারের জন্য ব্যবহৃত হয়েছিল ok।

ইলিনয়ের ইংরেজির অধ্যাপক অ্যালান মেটকাফ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, "আমার মনে হয় কুচকাওয়াজ ও বক্তৃতার মাধ্যমে ok-এর জন্মদিন উদযাপন করা উচিত্। কিন্তু এখনকার মতো, যাই কর না কেন it`s ok।"

২০০১ সালে প্রকাশিত বই ওকে: দ্য ইমপ্রবাবল স্টোরি অফ আমেরিকাস গ্রেটেস্ট ওয়ার্ড(OK: The Improbable Story of America`s Greatest Word)-এ মেটকাফ okকে পৃথিবীর সর্বাধিক উচ্চারিত বা ছাপার অক্ষরে সবথেকে বেশি ব্যবহৃত শব্দ বলে উল্লেখ করেছেন। coke বা ma-এর থেকেও বেশি ব্যবহৃত শব্দ ওকে।

.