ফেসবুক অথবা হোয়াটস অ্যাপ নয় কাছের মানুষকে ২০১৬-র শুভেচ্ছা জানান 'মেসেজে'

ফেসবুক এবং হোয়াটস অ্যাপ আসার পর থেকেই ফোন অথবা মেসেজের মাধ্যমে নতুন বছরের অভিনন্দন জানানো প্রায় বন্ধই হয়ে গেছে। এই বছর আপনার কাছের মানুষটিকে নতুন বছরের অভিনন্দন জানান কিছু ভালো মেসেজ করে। এক ঝলকে দেখে নিন মেসেজগুলিকে এবং পাঠিয়ে দিন আপনার কাছের মানুষের কাছে...

Updated By: Dec 29, 2015, 07:29 PM IST
ফেসবুক অথবা হোয়াটস অ্যাপ নয় কাছের মানুষকে ২০১৬-র শুভেচ্ছা জানান 'মেসেজে'

ওয়েব ডেস্ক: ফেসবুক এবং হোয়াটস অ্যাপ আসার পর থেকেই ফোন অথবা মেসেজের মাধ্যমে নতুন বছরের অভিনন্দন জানানো প্রায় বন্ধই হয়ে গেছে। এই বছর আপনার কাছের মানুষটিকে নতুন বছরের অভিনন্দন জানান কিছু ভালো মেসেজ করে। এক ঝলকে দেখে নিন মেসেজগুলিকে এবং পাঠিয়ে দিন আপনার কাছের মানুষের কাছে...

১. এই নতুন বছরে পৃথিবীর সকলের জন্য শান্তি, ভালোবাসা এবং সুখ কামনা করি।

২. নতুন বছর তোমাকে এমন শক্তি দিক যাতে তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারো।

৩. কোনও বছরই খুব ভালো কাটে না। কিন্তু নতুন বছরে খারাপগুলোকে ভুলে গিয়ে নতুন করে শুরু করো।

৪. এই নতুন বছরে যখনই তুমি হাত বাড়াবা তখনই যেন দৃঢ় বন্ধুত্বপূর্ণ হাত তোমার জন্য অপেক্ষা করে থাকে।

৫. সফলতা তাদের কাছেই আসে যারা মন থেকে সফল হতে চায়। তাই পিছনে না তাকিয়ে, নতুন চ্যালেঞ্জকে স্বীকার করে এগিয়ে যাও। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা থাকল তোমার জন্য।

৬. ফোনের লাইন জ্যাম হওয়ার এবং ইন্টারনেট হ্যাক হয়ে যাওয়ার আগে আমি তোমাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানালাম।

৭. চলো ৩১ ডিসেম্বর আমরা এক সঙ্গে উদযাপন করি। একসঙ্গে একটা বছর শেষ করার পর যাতে আরও একটা বছর আবার এক সঙ্গে শুরু করতে পারি।

৮. নতুন বছরে যেন তোমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যায় এই কামনাই করি। খুব ভালো ভাবে কাটাও ২০১৬।

৯. প্রতিটা নতুন বছর নতুন ৩৬৫টা দিন নিয়ে আসে। তাই প্রতিটা দিন তোমার ইচ্ছে মতো কাটাও। যাতে বছরের শেষে তোমাকে অনুতাপ না করতে হয়।

১০. ২০১৫ সালকে গুডবাই বলে ২০১৬-কে আপন করে নাও। এই নতুন বছরে যেন তোমার সঙ্গে সব কিছুই ভালো হয় এই কামনাই করি। 

.