জানুন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করবেন কীভাবে

আমাদের কাছে আমাদের বাড়ির গুরুত্ব অনেক। সেই বাড়িটা থেকে সবসময় যেন আমরা পজিটিভ এনার্জি পাই, সেটাই চাই। কিন্তু সত্যি কথা বলতে কী, আমাদের বাড়িতেও থেকে যায় কিছু নেগেটিভ এনার্জি। কিন্তু সেই নেগেটিভ এনার্জি বিদায়ও তো করতে হবে। সেটা আপনি করবেন কীভাবে!তারই ছোট টিপস শুনে নিন।

Updated By: Feb 15, 2016, 08:16 PM IST
জানুন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করবেন কীভাবে

ওয়েব ডেস্ক: আমাদের কাছে আমাদের বাড়ির গুরুত্ব অনেক। সেই বাড়িটা থেকে সবসময় যেন আমরা পজিটিভ এনার্জি পাই, সেটাই চাই। কিন্তু সত্যি কথা বলতে কী, আমাদের বাড়িতেও থেকে যায় কিছু নেগেটিভ এনার্জি। কিন্তু সেই নেগেটিভ এনার্জি বিদায়ও তো করতে হবে। সেটা আপনি করবেন কীভাবে!তারই ছোট টিপস শুনে নিন।

সন্ধেবেলায় সবার আগে ভালো করে গোটা বাড়ি পরিষ্কার করে নিন। তারপর প্রতিদিন আপনার ঘরে ধূপ কাঠি এবং মোমবাতি জ্বালান। আর সেটা হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে সারা বাড়ির সব জায়গায় নিয়ে যান। কোনও কোণাই বাদ যায় না যেন। আর অবশ্যই পারলে একটু গঙ্গাজল হাতে নিন। আর সেটা সারা বাড়িতে একটু ছিটিয়ে দিন। আর বাড়ির পূব দিকের জানালাগুলো খুলে দিন। এতে আপনার বাড়িতে আর নেগেটিভ এনার্জি থাকবে না। ব্যস শুরু করুন নতুন জীবন।

.