কুকুরের পেট থেকে বেরলো সাড়ে ৪৩টি মোজা

কথায় আছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কিন্তু কুকুরের ক্ষেত্রে কী এই উক্তি প্রযোজ্য? তিন বছরের গ্রেট ড্যান নামের এক কুকুর হঠাত অসুস্থ হয়ে পড়ে। মাঝে মধ্যে বমি করতে থাকে ড্যান। অবস্থা গুরুতর হলে ড্যানের মনিব নিয়ে যায় পোর্টল্যান্ডের পশু চিকিত্সালয়ে। তারপর?

Updated By: Sep 8, 2014, 12:33 PM IST
কুকুরের পেট থেকে বেরলো সাড়ে ৪৩টি মোজা

ওয়েব ডেস্ক: কথায় আছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কিন্তু কুকুরের ক্ষেত্রে কী এই উক্তি প্রযোজ্য? তিন বছরের গ্রেট ড্যান নামের এক কুকুর হঠাত অসুস্থ হয়ে পড়ে। মাঝে মধ্যে বমি করতে থাকে ড্যান। অবস্থা গুরুতর হলে ড্যানের মনিব নিয়ে যায় পোর্টল্যান্ডের পশু চিকিত্সালয়ে। তারপর?

ড্যানকে এক্সরে করার পর, ডাক্তাররা ভাবতেও পারেনি কুকুরের খাদ্যতালিকায় এটা থাকাও সম্ভব! দু'ঘন্টা অস্ত্রপ্রচার করার পর কুকুরের যকৃত থেকে বেরোয় সাড়ে ৪৩টি মোজা।

ডাভলুইস পশুচিকিত্সালয়ের ডাক্তার শোয়ানা হার্চ জানান, "আমাদের হাসপাতালে এই প্রথম দেখলাম, কুকুরের পেট থেকে মোজা বের হতে।"  গ্রেট ড্যানকে একদিন পর ছেড়ে দেওয়া হয়। তবে কুকুরের মনিব এ বিষয় নিয়ে কিছু মুখ খোলেননি। তিনি তাঁর প্রিয় ড্যানকে আবার ফিরে পেয়েছেন, তাতেই খুশি বলে জানিয়েছেন তিনি।

.