কোনও ক্যামেরায় তোলা এটাই নাকি একদম 'পারফেক্ট' ছবি!

৬ বছরে মোট তোলা ছবির সংখ্যা ৭ লাখ ২০ হাজার। আর তারপরই এল একদম 'পারফেক্ট শট'টা। ছবিটি তুলেছেন অ্যালান ম্যাক ফাদায়েন নামে স্কটল্যান্ডের এক ফোটোগ্রাফার। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি তাঁর প্রধান শখ। তার চেয়েও বেশি শখ ছিল এইরকম একটা ছবি তোলা। আর তাই... ছয় বছর ধরে অপেক্ষা করেছেন। চেষ্টার পর চেষ্টা করে গেছেন। ঘাপটি মেরে পড়ে থেকেছেন ৪ হাজার ২০০ ঘণ্টা। আর তারপরই তাঁর লেন্সে ধরা পড়েছে এই ছবি,

Updated By: Aug 24, 2016, 09:08 PM IST
কোনও ক্যামেরায় তোলা এটাই নাকি একদম 'পারফেক্ট' ছবি!

ওয়েব ডেস্ক : ৬ বছরে মোট তোলা ছবির সংখ্যা ৭ লাখ ২০ হাজার। আর তারপরই এল একদম 'পারফেক্ট শট'টা। ছবিটি তুলেছেন অ্যালান ম্যাক ফাদায়েন নামে স্কটল্যান্ডের এক ফোটোগ্রাফার। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি তাঁর প্রধান শখ। তার চেয়েও বেশি শখ ছিল এইরকম একটা ছবি তোলা। আর তাই... ছয় বছর ধরে অপেক্ষা করেছেন। চেষ্টার পর চেষ্টা করে গেছেন। ঘাপটি মেরে পড়ে থেকেছেন ৪ হাজার ২০০ ঘণ্টা। আর তারপরই তাঁর লেন্সে ধরা পড়েছে এই ছবি,

জলে ডুব দিয়ে মাছ ধরছে মাছরাঙা। সেই 'ডুব' দেওয়ার ছবিটাই তুলতে চেয়েছিলেন অ্যালান। অবশেষে অনেক চেষ্টা ও ধৈর্যের পর শেষমেশ সাফল্য। দাদুর সঙ্গে ঘুরতে ঘুরতে ৪০ বছর আগে দেখেছিলেন মাছরাঙাকে ডুব দিতে। আর সেই ছবিটাই ধরা ছিল মনের মধ্যে। তারপর শুরু খোঁজ খোঁজ। দিনে পাঁচবার করে জলে ঝাঁপ দেয় মাছরাঙা। আর প্রতিদিনই সেরকম পাঁচটা করে শট তুলেছেন অ্যালান।

.