ফোন জলে পড়ে গেছে? চালের মধ্যে রাখুন শুকিয়ে যাবে (দেখুন ভিডিও)

জলের মধ্যে ফোন পড়ে গেলে কখনওই তা ফেলে দেবেন না। জলের মধ্যে পড়লে অনেক সময়ই ফোন খারাপ হয় না। কিন্তু অনেকেই জলের পড়ে গেছে বলে ফেলে দেন ফোনকে। কোনও দোকানে গিয়ে নয়। নিজের বাড়িতে বসেই ঠিক করে ফেলতে পারবেন ফোনকে। জলের মধ্যে থেকে তুলে নিয়ে আবারও আগের মতোই ব্যবহার করতে পারবেন ফোনকে। তার জন্য শুধু কয়েকটি পদক্ষেপ নিলেই আপনার ফোন আবার আগের মতোই হয়ে যাবে। জলের মধ্যে পড়ে যাওয়ার পর প্রথমে জল থেকে তুলুন ফোনটিকে। তারপর পুরো ফোনটিকে খুলে ফেলে শুকিয়ে নিন। এরপর ঠিক কি কি করতে হবে তা দেখে নিন নিচের ভিডিওতে ক্লিক করে...

Updated By: Dec 14, 2015, 05:35 PM IST
ফোন জলে পড়ে গেছে? চালের মধ্যে রাখুন শুকিয়ে যাবে (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক: জলের মধ্যে ফোন পড়ে গেলে কখনওই তা ফেলে দেবেন না। জলের মধ্যে পড়লে অনেক সময়ই ফোন খারাপ হয় না। কিন্তু অনেকেই জলের পড়ে গেছে বলে ফেলে দেন ফোনকে। কোনও দোকানে গিয়ে নয়। নিজের বাড়িতে বসেই ঠিক করে ফেলতে পারবেন ফোনকে। জলের মধ্যে থেকে তুলে নিয়ে আবারও আগের মতোই ব্যবহার করতে পারবেন ফোনকে। তার জন্য শুধু কয়েকটি পদক্ষেপ নিলেই আপনার ফোন আবার আগের মতোই হয়ে যাবে। জলের মধ্যে পড়ে যাওয়ার পর প্রথমে জল থেকে তুলুন ফোনটিকে। তারপর পুরো ফোনটিকে খুলে ফেলে শুকিয়ে নিন। এরপর ঠিক কি কি করতে হবে তা দেখে নিন নিচের ভিডিওতে ক্লিক করে...

What to do when phone drops in to water..... Watch it.....

Posted by Daily Indian Herald News on Wednesday, December 9, 2015

.