মিষ্টির আমি মিষ্টির তুমি, মিষ্টি দিয়ে যায় চেনা

টপ গিয়ারে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচের উত্তেজনা। এবারও বিশ্বকাপ ভারতই জিতবে বলে আশাবাদী দেশের মানুষ। ভারতীয় দলকে অভিনবভাবে সমর্থন জানাচ্ছেন ভারতবাসী। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত সর্বস্তরের মানুষ। বাদ নেই মিষ্টির দোকানও। মিষ্টি দিয়ে তৈরি ব্যাট, বল তো আছেই। রয়েছে ধোনি, কোহলি, সামিরাও।

Updated By: Mar 25, 2015, 09:52 AM IST
মিষ্টির আমি মিষ্টির তুমি, মিষ্টি দিয়ে যায় চেনা

ওয়েব ডেস্ক:টপ গিয়ারে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচের উত্তেজনা। এবারও বিশ্বকাপ ভারতই জিতবে বলে আশাবাদী দেশের মানুষ। ভারতীয় দলকে অভিনবভাবে সমর্থন জানাচ্ছেন ভারতবাসী। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত সর্বস্তরের মানুষ। বাদ নেই মিষ্টির দোকানও। মিষ্টি দিয়ে তৈরি ব্যাট, বল তো আছেই। রয়েছে ধোনি, কোহলি, সামিরাও।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। তাই ভারতীয় দলকে সমর্থন জানাতেই অভিনব প্রয়াস কলকাতার মিষ্টির দোকানে। বড়রা তো বটেই ছোটদের মধ্যেও দারুণ হিট এই মডেলগুলি।
বিশ্বকাপকে ঘিরে কলকাতার মতই উত্তরপ্রদেশের মোরাদাবাদেও অভিনবত্বের ছোঁয়া। কলেজের ছাত্রছাত্রিরা হিউমান ফর্মেশন দিয়ে তৈরি করলেন বিশ্বকাপ ট্রফি। ভারতীয় দলের সদস্য মহম্মদ সামি মোরাদাবাদেরই ক্রিকেটার। তাই বাড়তি উন্মাদনা এই শহরে।

.