বাবা দিবসে মিথ্যা ধরা পড়ার যন্ত্রের সামনে সন্তানরা, নেশা-মিথ্যা-সেক্স সব সত্যিই পড়ল ধরা

২১ জুন সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে বাবা দিবস। 

Updated By: Jun 22, 2015, 08:46 PM IST
বাবা দিবসে মিথ্যা ধরা পড়ার যন্ত্রের সামনে সন্তানরা, নেশা-মিথ্যা-সেক্স সব সত্যিই পড়ল ধরা

ওয়েব ডেস্ক: ২১ জুন সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে বাবা দিবস। 

প্রেম দিবসে যেমন প্রেম নিবেদন, চকোলেট ডেতে যেমন চকোলেটের দেওয়া নেওয়া ঠিক তেমনি বাবা দিবসে এক দুঃসাহসিক পরীক্ষার সামনে পড়ল সন্তানরা। ছেলে হোক কিংবা মেয়ে বাবার প্রশ্নের সামনে কুপকাত সবাই। ২১ জুন, ২০১৫ বাবা দিবসে, মিথ্যা ধরা পড়ার যন্ত্রের সামনে পরীক্ষায় বসেছিল জনা কয়েক ছেলে মেয়ে। এই পরীক্ষায় সন্তানদের প্রমাণ করতে হত তাঁরা নিজেদের বাবার কাছে কতটা সৎ? প্রশ্ন পত্র নিয়ে হাজির ছিলেন খোদ বাবারাই। প্রশ্নের ভুল উত্তর দিলেই যন্ত্রে ফুটে উঠছিল লেখা। 

ওই প্রশ্নমালার উত্তরে অবাক হলেন বাবারাই। ট্যাটু করেছ? নেশা করার জন্য বাবার কাছ থেকে টাকা নিয়েছ? বাড়িতে কখনও সেক্স করেছ? এমন কোনও কথা যা নিজের বাবার কাছে লুকিয়েছ? নিজের বাবাকে কতগুলি মিথ্যা বলেছ? বাবা প্রিয় না মা? 

সন্তানদের উত্তরে হতবাক বাবারা। কেও বললেন বাবার কাছ থেকে 'টাকা নিয়ে বয়ফ্রেন্ডের জন্য ড্রাগ কিনেছে'। কেও বলল 'মাকে বলবে না আমি ট্যাটু করেছি'। আবার কাউর স্বীকারোক্তি 'ফাকা বাড়িতে বয়ফ্রেণ্ডের সঙ্গে সেক্স করেছি'।

.