পিকনিক থেকে ফেরার পথে সম্বলপুরে নৌকোডুবিতে মৃত ১৬

ওড়িশার সম্বলপুরে নৌকোডুবির ঘটনায় পাঁচ মহিলা ও দুই শিশু সহ ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত নজন এখনও নিখোঁজ। তাঁদের সন্ধানে চলছে রাতভর চলেছে তল্লাসি। হিরাকুদ বাঁধের জলাধারে দুর্ঘটনাটি ঘটে।

Updated By: Feb 10, 2014, 10:05 AM IST

ওড়িশার সম্বলপুরে নৌকোডুবির ঘটনায় পাঁচ মহিলা ও দুই শিশু সহ ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত নজন এখনও নিখোঁজ। তাঁদের সন্ধানে চলছে রাতভর চলেছে তল্লাসি। হিরাকুদ বাঁধের জলাধারে দুর্ঘটনাটি ঘটে।

একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পিকনিকের আয়োজন করা হয়েছিল মহানদীর উপর নির্মিত হিরাকুদ বাঁধের জলাধারের ওপর প্রান্তে। মহিলা ও শিশু সহ পিকনিকে গিয়েছিলেন প্রায় ১২০ জন। জলাধারের এপ্রান্ত থেকে ওপ্রান্তে যাওয়ার জন্য ভাড়া করা হয় দুটি নৌকো। যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক থাকলেও, পিকনিক থেকে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। জলাধারের মাঝে হঠাত্‍ই একটি নৌকোয় ফুটো হয়ে যায়। ফলে জল ঢুকতে শুরু করে।

নৌকোতে তখন প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। কিছুক্ষণের মধ্যে সেটি উল্টে যায়। দ্বিতীয় নৌকোয় থাকা বাকি লোকজনদের তত্‍পরতায় দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় ডুবুরিদের পাশাপাশি, উদ্ধারকাজে নামানো হয় ওড়িশা ডিজাস্টার র‌্যাপিড অ্যাকশন ফোর্স, দমকল ও জল পুলিসের বিশেষ বাহিনীকে। জানান আইন্থপল্লি পুলিস স্টেশনের এক কর্তা।

নিহত ও আহতদের নিয়ে যাওয়া হয় বুরলার ভিভিএস মেডিক্যাল কলেজে এবং সম্বলপুর জেলা সদর হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নৌকোয় অতিরিক্ত যাত্রী ওঠার কারণেই এই দুর্ঘটনা। যেখানে এক একটি নৌকোয় ৬০ থেকে ৭০ জনের বেশী যাত্রী তোলা নিষেধ, সেখানে দুর্ঘটনার কবলে পড়া নৌকোয় ছিলেন কমপক্ষে ৯০জন। দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে, তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

.