রোজভ্যালি মামলায় ১৪ দিনের জেল হেফাজত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

রোজভ্যালি কাণ্ডে এবার ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল আদালত। আজ এই মামলার শুনানি ছিল। সেখানে তাঁর জামিনের আর্জি খারিজ করা হয় আর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Updated By: Jan 12, 2017, 07:48 PM IST
রোজভ্যালি মামলায় ১৪ দিনের জেল হেফাজত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক : রোজভ্যালি কাণ্ডে এবার ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল আদালত। আজ এই মামলার শুনানি ছিল। সেখানে তাঁর জামিনের আর্জি খারিজ করা হয় আর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- 'শেম টু CBI', আদালতে দাঁড়িয়ে রোজভ্যালি মামলা জমিয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়!

প্রসঙ্গত, আদালতে দাঁড়িয়ে ফের নিজেই নিজের পক্ষে সওয়াল করলেন রোজভ্যালি মামলায় ধৃত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নিজেকে সত্‍ বলে দাবি করেন বারবার। শুধু তাই নয়, রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে একজন জনপ্রতিনিধি হিসেবেই যোগ দিয়েছেন বলে আদালতে দাবি করেন সুদীপ।

আরও পড়ুন- রোজভ্যালি তদন্তে নয়া মোড়! CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য!

এদিকে, CBI-এর পক্ষ থেকে তার জামিনের আর্জি খারিজ করার দাবি জানানো হয়। পাশাপাশি, তাদের পক্ষ থেকে ভুবনেশ্বরে জেল হেফাজতে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে এনে জেরা করার জন্যও আদালতের কাছে তাদের আর্জি পেশ করেছে CBI।

.