অন্ধ্রপ্রদেশের গোদাবরী পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ২৭, আহত ১০

অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে গোদাবরী পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে কুড়িজনের। আহত হয়েছেন দশ জন পূণ্যার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Updated By: Jul 14, 2015, 03:52 PM IST
অন্ধ্রপ্রদেশের গোদাবরী পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ২৭, আহত ১০

ব্যুরো: অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে গোদাবরী পুষ্করম মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে কুড়িজনের। আহত হয়েছেন দশ জন পূণ্যার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

কুম্ভমেলার সমতুল্য অন্ধ্রের এই পুষ্করম মেলা। বারো বছর অন্তর এই মেলার আয়োজন করা হয়। একশ চুয়াল্লিশ বছর পর হয় মহাপুষ্করম। এবছরই ছিল সেই মহাপুষ্করম। মঙ্গলবার এই মেলার সূচনা হয় অন্দ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। মেলা উপলক্ষে কয়েকহাজার মানুষ গোদাবরীতে পূণ্যস্নানের জন্য হাজির হয়েছিলেন রাজামুন্দ্রির পুষ্কর ঘাটে। পূর্ণ স্নান করার সময় হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় পূণ্যার্থীদের। মৃতদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন চন্দ্রবাবু। দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি।

.