'শতাব্দীর সবচেয়ে বড় দুর্নীতি' : 'দু'রকমের ৫০০ টাকার নোট' নিয়ে তোলপাড় রাজ্যসভা

Updated By: Aug 8, 2017, 03:05 PM IST
'শতাব্দীর সবচেয়ে বড় দুর্নীতি' : 'দু'রকমের ৫০০ টাকার নোট' নিয়ে তোলপাড় রাজ্যসভা

ওয়েব ডেস্ক: দুই রকমের ৫০০ টাকার নোট ছাপিয়েছে আরবিআই, একটি কেবল বিজেপির নির্বাচনী তহবিল ভরার জন্য, অন্যটি সরকারি কাজে ব্যবহারের জন্য, এটা 'এই শতাব্দীর সর্ববৃহৎ দুর্নীতি', বিস্ফোরক এই অভিযোগে আজ রাজ্যসভা তোলপাড় করল কংগ্রেস।

আজ রাজ্যসভায় দু'ধরনের ৫০০ টাকার নোট দেখিয়ে বিক্ষোভ দেখান বর্ষীয়ান কংগ্রেসনেতা কপিল সিব্বাল। তাঁর দাবি, এই দুটি নোটের আকার, নক্সায় পার্থক্য রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, 'আরবিআই দুধরনের ৫০০ টাকার নোট ছাপিয়েছে। তা না হলে কীভাবে বাজারে দুধরনের ৫০০ টাকার নোট পাওয়া সম্ভব?'

কপিল সিব্বালের অভিযোগ, 'এতদিনে আমরা বুঝলাম কেন মোদী নোটবাতিল করেছিলেন। এর পিছনে অন্য গন্ধ রয়েছে। মোদী সরকার দুধরনের ৫০০ টাকার নোট ছাপিয়েছে। এক ধরনের নোট কেবল তাঁদের দলের নির্বাচনী তহবিল ভরাবে, অপরটি সরকারি কাজের জন্য। এটি এই শতাব্দীর সবচেয়ে বড় দুর্নীতি।'

.