যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত এইমসের তিন চিকিত্সক

গত ১৩ মার্চ এই একই এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকটারে সংঘর্ষে মৃত্যু হয় দু'জনের। দুর্ঘটনার সময় গাড়িতে কোনও রোগী ছিলেন না বলে জানা যায়।

Updated By: Mar 18, 2018, 09:11 AM IST
যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত এইমসের তিন চিকিত্সক
দুর্ঘটনাগ্রস্ত গাড়ির অংশ

নিজস্ব প্রতিবেদন : ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ চিকিত্সকের। ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের ৮৮ নম্বর মাইল স্টেশন এলাকায়। মৃত তিনজনই দিল্লির এইমস হাসপাতালের চিকিত্সক।

আরও পড়ুন- মমতাকে প্রধানমন্ত্রী করতে সব সাহায্য করব, বললেন প্রাক্তন বিজেপি নেতা

জানা গেছে, এদিন ভোরের দিকে দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাত্ই সামনে থাকা একটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন চিকিত্সকের। চালক সহ আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিস জানিয়েছে গাড়িটি দিল্লি থেকে আগ্রা যাচ্ছিল। দুর্ঘটনার পর বেশ কিছুসময় ধরে যানজট দেখা দেয় এলাকায়।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ এই একই এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকটারে সংঘর্ষে মৃত্যু হয় দু'জনের। দুর্ঘটনার সময় গাড়িতে কোনও রোগী ছিলেন না বলে জানা যায়।

.