মিড ডে মিল খেয়ে ছত্তিসগড়ে অসুস্থ ৩৫ শিশু

বিহার, তামিলনাড়ুর পর এবার ছত্তিসগড়। চারদিন আগেই ছাপড়া স্কুলের মিড ডে মিল খেয়ে প্রাণ হারিয়েছে ২৩টি শিশু। দু`দিন আগে তামিলনাড়ুর নভ্যেলিতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল শতাধিক ছাত্রী। আজ আবার ছত্তিসগড়ে সেই মিড ডে মিল খেয়েই অসুস্থ হয়ে পড়ল ৩৫জন শিশু।

Updated By: Jul 20, 2013, 06:13 PM IST

বিহার, তামিলনাড়ুর পর এবার ছত্তিসগড়। চারদিন আগেই ছাপড়া স্কুলের মিড ডে মিল খেয়ে প্রাণ হারিয়েছে ২৩টি শিশু। দু`দিন আগে তামিলনাড়ুর নভ্যেলিতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল শতাধিক ছাত্রী। আজ আবার ছত্তিসগড়ে সেই মিড ডে মিল খেয়েই অসুস্থ হয়ে পড়ল ৩৫জন শিশু।
অসুস্থ শিশুদের স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রে খবর ওই শিশুদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে বিহারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিস। সারানের সরকারী প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল মীনা দেবী পলাতক।
প্রাথমিক তদন্তে জানা গেছে মীনা দেবী তেল খারাপ জেনেও রাঁধুনীকে বাধ্য করেছিলেন ওই তেলেই রান্না করতে।

.