পসকোর কাছে বিস্ফোরণ, মৃত চার

আজ ওড়িশার জগতসিংহপুর জেলার পসকো স্টিল প্রজেক্টের খুব কাছেই পাটানা গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। এই বিস্ফোরণের ফলে তৎক্ষণাত মৃত্যু হয়। বাকি দু`জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয় বলে সূত্রের খবর। যদিও জগতসিংপুরের পুলিস সুপারিনটেনডেন্ট এখনও পর্যন্ত দু`জনের মৃত্যুর খবর স্বীকার করেছেন।

Updated By: Mar 2, 2013, 11:03 PM IST

আজ ওড়িশার জগতসিংহপুর জেলার পসকো স্টিল প্রজেক্টের খুব কাছেই পাটানা গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। এই বিস্ফোরণের ফলে তৎক্ষণাত মৃত্যু হয়। বাকি দু`জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয় বলে সূত্রের খবর। যদিও জগতসিংপুরের পুলিস সুপারিনটেনডেন্ট এখনও পর্যন্ত দু`জনের মৃত্যুর খবর স্বীকার করেছেন।
পাটানা গ্রামটি পসকো বিরোধী আন্দোলনকারীদের অন্যতম প্রধান ঘাঁটি হিসাবে পরিচিত। পসকো প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাঁদের বিরোধী পসকো প্রজেক্টের সমর্থকরা। প্রতিরোধ কমিটির নেতা অভয় সাহি দাবি করেছেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের আন্দোলনের গতি রুদ্ধ করার চেষ্টাতেই এই বিস্ফোরণ ঘটিয়েছেন বিরোধীরা।
২০০৫ সালে ওড়িশা সরকার দক্ষিণকোরিয়ান স্টিল জায়েন্ট সংস্থা পসকো সঙ্গে জগতসিংপুরে একটি এসইজেড প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু ওই এলাকার বাসিন্দাদের সেজ বিরোধী ও জমি আন্দোলনের জেরে এখনও পর্যন্ত ওই প্রকল্প রূপায়িত হয়নি।

.