জেএনইউ ক্যাম্পাসে পাহাড় চড়ার প্রশিক্ষণ নিতে মৃত্যু গবেষকের

পুলিস জানাচ্ছে, জেএনইউ-র ক্যাম্পাসে পাহাড় চড়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রবীণ তিওয়ারি। অসাবধানতার বশে পা ফসকে নীচে পড়ে যান তিনি

Updated By: Jan 1, 2019, 03:04 PM IST
জেএনইউ ক্যাম্পাসে পাহাড় চড়ার প্রশিক্ষণ নিতে মৃত্যু গবেষকের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই মৃত্যু হল এক গবেষকের। জানা গিয়েছে, জেএনইউ-র ব্রহ্মপুত্র হোস্টেলে থাকতেন প্রবীণ তিওয়ারি নামে ৩০ বয়সী ওই গবেষক। ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এ সহ-গবেষক হিসাবে যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- বুলন্দশহরের ইন্সপেক্টরকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারে কালুয়া! অভিযুক্তকে গ্রেফতার পুলিস

পুলিস জানাচ্ছে, জেএনইউ-র ক্যাম্পাসে পাহাড় চড়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রবীণ তিওয়ারি। অসাবধানতার বশে পা ফসকে নীচে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার ভিডিয়ো পুলিসের হাতে এসেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে করছে পুলিস। এর পিছনে  কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণ গবেষকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেএনইউ-র ক্যাম্পাসে।  

.