জম্বু দ্বীপের কাছে উল্টে গেল মাছধরার ট্রলার

জম্বু দ্বীপের কাছে উল্টে গেল মাছধরার ট্রলার। সুন্দরবনের কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল এফবি সূর্যনারায়ণ নামে ট্রলারটি। মাঝসমুদ্রে আরও তিনটি ট্রলার বিকল হয়ে রয়েছে বলে জানা গিয়েছে। পঞ্চাশের বেশি ট্রলারের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না।

Updated By: Aug 4, 2014, 10:42 AM IST
জম্বু দ্বীপের কাছে উল্টে গেল মাছধরার ট্রলার

ওয়েব ডেস্ক: জম্বু দ্বীপের কাছে উল্টে গেল মাছধরার ট্রলার। সুন্দরবনের কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল এফবি সূর্যনারায়ণ নামে ট্রলারটি। মাঝসমুদ্রে আরও তিনটি ট্রলার বিকল হয়ে রয়েছে বলে জানা গিয়েছে। পঞ্চাশের বেশি ট্রলারের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না।

মাছধরে ফেরার সময় সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে উল্টে যায় ট্রলারটি। ট্রলারটিতে ১৬ জন মত্সজীবী ছিল। ১৬ জনের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকার্য শুরু হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। কম করে অন্তত ৫০টি ট্রলারের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। যে ট্রলারটি উল্টে গিয়েছে তাতে দু'জন মত্‍সজীবীর কোনও খবর নেই।

.