ইন্টারনেটে অগ্রিম বুকিং এর সুবিধা দেবে রেল

ইন্টারনেটে রেলের টিকিট কাটাকে আরও সুবিধাজনক ও জনপ্রিয় করতে ভারতীয় রেল এবার যাত্রীদের আগে থেকে সিট রিজার্ভ করার সুবিধা দিতে চলেছে। টিকিট না কেটেও বুকিং ফি এর মাধ্যমে আগে থেকেই সিট সুরক্ষিত করা যাবে এর মাধ্যমে।

Updated By: Aug 30, 2012, 04:57 PM IST

ইন্টারনেটে অগ্রিম বুকিং এর সুবিধা দেবে রেল
ইন্টারনেটে রেলের টিকিট কাটাকে আরও সুবিধাজনক ও জনপ্রিয় করতে ভারতীয় রেল এবার যাত্রীদের আগে থেকে সিট রিজার্ভ করার সুবিধা দিতে চলেছে। টিকিট না কেটেও বুকিং ফি এর মাধ্যমে আগে থেকেই সিট সুরক্ষিত করা যাবে এর মাধ্যমে।
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ্‌ম কর্পোরেশন (আইআরসিটিসি)-র এক সংশ্লিষ্ট কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, স্বল্প কিছু টাকা `রোলিং ডিপোজিট স্কিম`-এর মাধ্যমে জমা রেখে উপভোক্তারা নির্ঝঞ্ঝাটে টিকিট অগ্রিম বুক করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটার জন্য যেভাবে উপভোক্তারা যেভাবে টাকা দেন, ঠিক সেই ভাবেই এক্ষেত্রেও টাকা দিতে হবে। কোনও ব্যাঙ্কের মাধ্যমে না হওয়ায় এক্ষেত্রে উপভোক্তাদের লেনদেনের ক্ষেত্রে সময় সাশ্রয় হবে বলেও জানান তিনি।
এই মুহূর্তে প্রতিদিন আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে প্রায় সাড়ে চার লক্ষ টিকিট বুক করা হয়।

.