আফ্রিকাকে ১ হাজার কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত

আফ্রিকাকে বিপুল আর্থিক সাহায্য ঘোষণা করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে শেষ হয়েছে তৃতীয় ভারত-আফ্রিকা সম্মেলন। আফ্রিকার একচল্লিশটি দেশের রাষ্ট্রপ্রধান ও চুয়ান্নটি দেশের প্রতিনিধি এতে যোগ দেন। সম্মেলনে স্থির হয়েছে, আগামী পাঁচ বছরে আফ্রিকান ইউনিয়নকে সহজ শর্তে হাজার কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত।

Updated By: Oct 30, 2015, 10:09 AM IST
আফ্রিকাকে ১ হাজার কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত

ওয়েব ডেস্ক: আফ্রিকাকে বিপুল আর্থিক সাহায্য ঘোষণা করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে শেষ হয়েছে তৃতীয় ভারত-আফ্রিকা সম্মেলন। আফ্রিকার একচল্লিশটি দেশের রাষ্ট্রপ্রধান ও চুয়ান্নটি দেশের প্রতিনিধি এতে যোগ দেন। সম্মেলনে স্থির হয়েছে, আগামী পাঁচ বছরে আফ্রিকান ইউনিয়নকে সহজ শর্তে হাজার কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত।

পাশাপাশি, ষাট কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যও করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও পরিকাঠামো উন্নয়নে আফ্রিকার পিছিয়ে থাকা দেশগুলিকে সবরকম সাহায্য করবে ভারত। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে কূটনীতি ও আন্তর্জাতিক বাজার দখলে চিনকে টেক্কা দিতেই আফ্রিকাকে কাছে টানার কৌশল নিলেন প্রধানমন্ত্রী।

.