এপ্রিল পর্যন্ত যাত্রী ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে এয়ার ইন্ডিয়া

খরার মরসুমে যাত্রী টানতে বিমান ভাড়ার ওপর ছাড় নিয়ে এল এয়ার ইন্ডিয়া। সোমবার যাত্রীভাড়ার ওপর প্রায় ৫০ শতাংশ ছাড় ঘোষণা করে এই বিমান সংস্থা।

Updated By: Jan 13, 2015, 01:05 PM IST
এপ্রিল পর্যন্ত যাত্রী ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে এয়ার ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: খরার মরসুমে যাত্রী টানতে বিমান ভাড়ার ওপর ছাড় নিয়ে এল এয়ার ইন্ডিয়া। সোমবার যাত্রীভাড়ার ওপর প্রায় ৫০ শতাংশ ছাড় ঘোষণা করে এই বিমান সংস্থা।

আগামী ১৮ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল দেশের মধ্যে ভ্রমণ করার টিকিট যদি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে কাটা হয় তাহলে পাওয়া যাবে এই ছাড়। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী দিল্লি-মুম্বই বিমান ভাড়া ৬০০০ টাকা। যা এই সময় টিকিট কাটলে নেমে আসছে ৩০০০ টাকায়। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে দেশের মধ্যে ১,৫৫৭ টাকা দামের টিকিটের থেকেই এই ছাড়ের শুরু।

এই স্কিম থেকে যাত্রীরা বিশেষ উপকৃত হবেন বলে আশা করছে এয়ার ইন্ডিয়া। লাভের অঙ্কে বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার আশাতেও রয়েছে এই বিমান সংস্থা।

 

.