ধর্ষণের ফলে জন্মানো শিশুর সম্পূর্ণ অধিকার থাকবে জন্মদাতা পিতার সম্পত্তির ওপর

ধর্ষণের ফলে যে সমস্ত শিশু জন্মাবে তাদের পূর্ণ অধিকার থাকবে বাবার সম্পত্তির ওপরে। এমনই একটি রায় দিল এলাহাবাদ হাইকোর্ট।

Updated By: Nov 4, 2015, 11:34 AM IST
ধর্ষণের ফলে জন্মানো শিশুর সম্পূর্ণ অধিকার থাকবে জন্মদাতা পিতার সম্পত্তির ওপর

ওয়েব ডেস্ক: ধর্ষণের ফলে যে সমস্ত শিশু জন্মাবে তাদের পূর্ণ অধিকার থাকবে বাবার সম্পত্তির ওপরে। এমনই একটি রায় দিল এলাহাবাদ হাইকোর্ট।

ডিকে উপাধ্যায় এবং শাবিবুল হাসানের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ধর্ষণের ফলে জন্মানো শিশুকে অবৈধ শিশু বলে গণ্য করা হয়। এই শিশুকে যদি কোনও ব্যক্তি দত্তক নিতে না চায় তাহলে, জন্মদাতা পিতার সম্পত্তির ওপরে পূর্ণ অধিকার থাকবে শিশুটির।   

ডিভিশন বেঞ্চের রায়ে জানানো হয়, ধর্ষণের ফলে যে সমস্ত জন্মানো শিশুর দায়িত্ব কেউ না নেয়, সরকারি তরফে তাদেরকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারে তার দিকে নজর রাখতে হবে রাজ্য সরকার।

হাইকোর্ট আরও জানায়, এই ক্ষতিপূরণ কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফিক্সড ডিপোসিট করে রাখা থাকবে। শিশুটির ২১ বছর বয়স হওয়ার পর সে ওই টাকা ব্যবহার করতে পারবে। এছাড়া শিশুটির পরিচয় যাতে না কোথাও প্রকাশ পায় তার দিকেও নজর রাখতে হবে।

.