বাদল অধিবেশনে খাদ্য বিল পাশ করানোই দায় প্রধানমন্ত্রীর

গত কয়েকটা অধিবেশনে সংসদের মূল্যবান সময় অপচয় হওয়ার কথা মাথায় রেখে খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে বিরোধীদের সহযোগিতার হাত চাইছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খাদ্য সুরক্ষা বিলের গুরুত্বকে প্রধান্য দিয়ে বিরোধী সমস্ত দাবিতে আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।

Updated By: Aug 3, 2013, 05:42 PM IST

গত কয়েকটা অধিবেশনে সংসদের মূল্যবান সময় অপচয় হওয়ার কথা মাথায় রেখে খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে বিরোধীদের সহযোগিতার হাত চাইছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খাদ্য সুরক্ষা বিলের গুরুত্বকে প্রধান্য দিয়ে বিরোধী সমস্ত দাবিতে আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এবারের অধিবেশনে ইতিবাচক রূপ দিতে মরিয়া মনমোহন সরকার। সে কথা বোঝা গিয়েছে প্রধানমন্ত্রীর কথায়, "আশা করি এবারের অধিবেশন কার্যকর হবে, গত বেশ কয়েকবারের অধিবেশনে অনেক সময় নষ্ট হয়েছে।" শনিবার আসন্ন অধিবেশনের সম্বাবনা নিয়ে অধ্যক্ষ মিরা কুমারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
`ফ্লোর ম্যানেজমেন্ট` প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "বিরোধীরা যদি সহযোগিতা করে, তবে আমরা তাঁদের যে কোনও ইস্যুতে আলোচনা করতে রাজি আছি।" এবারের বাদল অধিবেশনে যে ৬টি বিল নিয়ে শোরগোল উঠতে পারে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য সুরক্ষা বিল। সে কথাও উল্লেখ করতে ভোলেননি প্রধানমন্ত্রী।
এদিকে কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, অধিবেশনের কাজ সঠিকভাবে চালানোর আশ্বাস মিলেছে সমস্ত রাজনৈতিক দলগুলির থেকে। তেলেঙ্গানার সবুজ সংকেতের পর ওঠা গোর্খাল্যান্ডের দাবি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি দাবি করতে পারে।

.