সার্জিকাল স্ট্রাইক: ভারতের পাশে আমেরিকা, সেনাক্যাম্পে হামলা সন্ত্রাসবাদ ব্যাখ্যা ওবামা প্রশাসনের

সার্জিকাল স্ট্রাইক নিয়ে খোলাখুলিভাবে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। উরির সেনাক্যাম্পে হামলা সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয়। তাই ভারতেরও অধিকার রয়েছে আত্মরক্ষা করার। সার্জিকাল স্ট্রাইককে এভাষাতেই ব্যাখ্যা করেছে ওবামা প্রশাসন।

Updated By: Oct 13, 2016, 12:44 PM IST
সার্জিকাল স্ট্রাইক: ভারতের পাশে আমেরিকা, সেনাক্যাম্পে হামলা সন্ত্রাসবাদ ব্যাখ্যা ওবামা প্রশাসনের

ওয়েব ডেস্ক: সার্জিকাল স্ট্রাইক নিয়ে খোলাখুলিভাবে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। উরির সেনাক্যাম্পে হামলা সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয়। তাই ভারতেরও অধিকার রয়েছে আত্মরক্ষা করার। সার্জিকাল স্ট্রাইককে এভাষাতেই ব্যাখ্যা করেছে ওবামা প্রশাসন।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ায় বিষয়ক বিশেষজ্ঞ পিটার ল্যাভয় জানিয়েছেন, ভবিষ্যতেও যে কোনও হামলার মোকাবিলা করতে ভারতের পাশে থাকবে আমেরিকা। তবে দুই প্রতিবেশীকে সংযত থাকার পরামর্শও দিয়েছেন তিনি। কূটনৈতিক মহলের মতে ল্যাভয়ের এই বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। প্রথমত তিনি যা বলেছেন, তা ওবামা প্রশাসনেরই সরকারি অবস্থান। দ্বিতীয়ত গত সপ্তাহেই নওয়াজ শরিফের দুই দূত ল্যাভয়ের সঙ্গে দেখা ভারতের বিরুদ্ধে নালিশ করেন। তাঁরা যুক্তি দেন, কাশ্মীর সমস্যার সমাধানের মধ্যেই আফগানিস্তানে শান্তির সূত্র লুকিয়ে রয়েছে। কিন্তু, সেই যুক্তি এককথায় খারিজ করে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। 

.